Ajker Patrika

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুজ্জামান ওরফে টেনশন জামান (৩৮)। তার বাড়ি ভারতীয় সীমান্ত লাগোয়া গোদাগাড়ীর দিয়াড়মানিকচক গ্রামে। 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই জানান, গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিষালবাড়ি মহল্লা থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহেল নামের আরেকজন পালিয়ে গেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত