নওগাঁ প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন আজ বুধবার ভোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির রেশ ছিল সকাল ৭টা পর্যন্ত। কোথাও মেঘলা আকাশ, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এমন দৃশ্য দেখা গেছে প্রথম ধাপের এই নির্বাচনে নওগাঁর তিনটি উপজেলায়।
তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধামইরহাট, পত্নীতলা ও বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র ভোটারশূন্য দেখা গেছে। ৯টার পর দেখা মিলেছে দু-একজন ভোটারের।
আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে নওগাঁর তিন উপজেলার ১৯১টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বদলগাছি ও পত্নীতলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরু হওয়ার সময় থেকেই কেন্দ্রগুলো একেবারে ফাঁকা। নেই কোনো ভোটার। তবে বেলা ৯টার দিকে বিভিন্ন কেন্দ্রে দু-একজন করে ভোটার আসতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার কারণে ভোটাররা সকাল সকাল কেন্দ্রে আসছেন না। আকাশ মেঘলা। এ ছাড়া অনেকেই ধান কাটা-মাড়াই নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া ভোররাতে হঠাৎ বৃষ্টি হয়েছে। এ জন্য সকালে ভোটার উপস্থিতি কম। বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
প্রশাসন সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
এদিকে জেলায় গোয়েন্দা পুলিশ, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
জানা গেছে, এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন রয়েছেন। এ ছাড়া ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই তিন উপজেলার মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে পত্নীতলা উপজেলা ২ লাখ ১ হাজার ৯২০ জন, ধামইরহাট উপজেলায় ১ লাখ ৫৯ হাজার, বদলগাছী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ১ জন।
এ বিষয়ে নওগাঁর সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন আজ বুধবার ভোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির রেশ ছিল সকাল ৭টা পর্যন্ত। কোথাও মেঘলা আকাশ, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এমন দৃশ্য দেখা গেছে প্রথম ধাপের এই নির্বাচনে নওগাঁর তিনটি উপজেলায়।
তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধামইরহাট, পত্নীতলা ও বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র ভোটারশূন্য দেখা গেছে। ৯টার পর দেখা মিলেছে দু-একজন ভোটারের।
আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে নওগাঁর তিন উপজেলার ১৯১টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বদলগাছি ও পত্নীতলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরু হওয়ার সময় থেকেই কেন্দ্রগুলো একেবারে ফাঁকা। নেই কোনো ভোটার। তবে বেলা ৯টার দিকে বিভিন্ন কেন্দ্রে দু-একজন করে ভোটার আসতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার কারণে ভোটাররা সকাল সকাল কেন্দ্রে আসছেন না। আকাশ মেঘলা। এ ছাড়া অনেকেই ধান কাটা-মাড়াই নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া ভোররাতে হঠাৎ বৃষ্টি হয়েছে। এ জন্য সকালে ভোটার উপস্থিতি কম। বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
প্রশাসন সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
এদিকে জেলায় গোয়েন্দা পুলিশ, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
জানা গেছে, এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন রয়েছেন। এ ছাড়া ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই তিন উপজেলার মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে পত্নীতলা উপজেলা ২ লাখ ১ হাজার ৯২০ জন, ধামইরহাট উপজেলায় ১ লাখ ৫৯ হাজার, বদলগাছী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ১ জন।
এ বিষয়ে নওগাঁর সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৩১ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
৪৩ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগে