Ajker Patrika

শিবগঞ্জ সীমান্তে ৩১ পেট্রলবোমা জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬: ২৮
শিবগঞ্জ সীমান্তে ৩১ পেট্রলবোমা জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩১টি পেট্রলবোমা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সোনামসজিদ সীমান্তের বটতলী এলাকার একটি আমবাগান থেকে বোমাগুলো জব্দ করা হয়। আজ রোববার দুপুরে ৫৯ বিজিবির পক্ষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে ৭০০ গজ ভেতরে বাংলাদেশের বটতলী আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারি সন্দেহে দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩১টি পেট্রলবোমা পাওয়া যায়। 

গোলাম কিবরিয়া আরও বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও বিস্ফোরক ব্যবহারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় পেট্রলবোমাগুলো জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত