Ajker Patrika

হেরোইনসহ যুবদল নেতা গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  
শামীম আহম্মেদ সবুজ। ছবি: সংগৃহীত
শামীম আহম্মেদ সবুজ। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার চিহ্নিত মাদক কারবারি শামীম আহম্মেদ সবুজকে (৩০) হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা এলাকা থেকে বগুড়া ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে হেরোইনের পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

সবুজ শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের রবিউল ইসলাম ভোটের ছেলে এবং খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগেও সবুজ ২০০ গ্রাম হেরোইনসহ র‍্যাব-১২ বগুড়ার হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তবে এর কিছুদিনের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন। এর আগেও পুলিশের হাতে কয়েকবার গ্রেপ্তার হয়েছেন সবুজ। তবে প্রতিবারই গ্রেপ্তারের কিছুদিনের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আবারও মাদকের কারবারে নামেন তিনি।

সবুজকে গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া বগুড়া ডিবি পুলিশের এসআই আরিফ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে বগুড়ায় ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আদালত থেকে কী করে জামিন পায় তা বলতে পারব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

আক্কেলপুরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা আহত

পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যে রুশ মন্ত্রীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত