Ajker Patrika

‘নামাজের সময় গানবাজনার’ অভিযোগ তুলে কলেজের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২৬
বর্ষপূর্তির অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। আজ শনিবার রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজে। ছবি: আজকের পত্রিকা
বর্ষপূর্তির অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। আজ শনিবার রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে ১৫-২০ জন লোক এ হামলা চালায় বলে জানা গেছে। এ সময় ৬০-৭০টি চেয়ার ও বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তসলিম উদ্দিন জানিয়েছেন, নামাজের সময় গানবাজনা করার অভিযোগ তুলে এ হামলা চালানো হয়। তিনি বলেন, ‘১৫-২০ জন রড ও লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। তারা কারও সঙ্গে কথা না বলেই ভাঙচুর শুরু করে।

হামলার সময় অভিযোগ তোলা হয়, ‘নামাজের সময় নাকি গানবাজনা চলছিল। আসলে নামাজের সময় গানবাজনা হয়নি। জোহর ও আসরের সময় নামাজের জন্য অনুষ্ঠানে বিরতি দেওয়া হয়েছিল।’

বর্ষপূর্তির অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। আজ শনিবার রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজে। ছবি: আজকের পত্রিকা
বর্ষপূর্তির অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। আজ শনিবার রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজে। ছবি: আজকের পত্রিকা

কারা হামলা চালিয়েছে এ প্রশ্নে ‘আমি কাউকে চিনি না’ জবাব দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি বলেন, ‘থানায় জানানো হয়েছে। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে।’ অভিযোগ করবেন কি না জানতে চাইলে বলেন, ‘কলেজ গভর্নিং বডির সভাপতির সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি। পুলিশের টিম ফিরলে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে পারব। এ ব্যাপারে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করতে পারেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত