Ajker Patrika

অপহরণের ৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১ 

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৩, ১৫: ৩৮
অপহরণের ৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১ 

বগুড়ার ধুনট উপজেলায় অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৪) এক সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। 

আজ বুধবার সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং পরে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার যুবককে ধুনট থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার যুবকের নাম জুবায়ের মাহমুদ সাম্মু (২৪)। তিনি উল্লাপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে। এ ছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা এই মামলায় আরও দুজনকে আসামি করেছেন। তাঁরা হলেন একই গ্রামের নূর আলম (২৩) ও নিশাত (২৪)। 

মামলা সূত্রে জানা গেছে, অপহরণের শিকার ওই স্কুলছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আসামি জুবায়ের মাহমুদ সাম্মু প্রায়ই তাকে কুপ্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করত। এমতাবস্থায় গত ২ মে রাত ১০টার দিকে ওই স্কুলছাত্রী নিজ বাড়ির বাইরে বের হলে জুবায়ের মাহমুদ তাকে অপহরণ করেন। 

এ ঘটনায় সোমবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে ধুনট থানায় মামলা করেন। 

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে এবং আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার জুবায়ের মাহমুদ সাম্মুকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত