নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় ইউনুস আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে আসামি মফিজ উদ্দিনকে (৬৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে নওগাঁর পোরশা উপজেলার সোমনগর গ্রামের ইউনুস আলী তার জ্যাকেটের চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দর্জি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসেবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করেন। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দর্জি মফিজ উদ্দিন বাঁশ দিয়ে ইউনুসের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহতন। পরে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ইউনুসকে। পল্লি চিকিৎসক মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে দেন। বাসায় ফেরার পথে মৃত্যু হয় ইউনুসের। পরে তাঁর ছোট ভাই সোনাবর অলী বাদী হয়ে পোরশা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর দীর্ঘদিন ধরে চলে মামলার সাক্ষ্যগ্রহণ। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ বৃহস্পতিবার রায়ে আসামি মফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। রায় ঘোষণার সময় এজলাসকক্ষে আসামি উপস্থিত ছিলেন।
নওগাঁর পোরশায় ইউনুস আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে আসামি মফিজ উদ্দিনকে (৬৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে নওগাঁর পোরশা উপজেলার সোমনগর গ্রামের ইউনুস আলী তার জ্যাকেটের চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দর্জি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসেবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করেন। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দর্জি মফিজ উদ্দিন বাঁশ দিয়ে ইউনুসের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহতন। পরে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ইউনুসকে। পল্লি চিকিৎসক মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে দেন। বাসায় ফেরার পথে মৃত্যু হয় ইউনুসের। পরে তাঁর ছোট ভাই সোনাবর অলী বাদী হয়ে পোরশা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর দীর্ঘদিন ধরে চলে মামলার সাক্ষ্যগ্রহণ। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ বৃহস্পতিবার রায়ে আসামি মফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। রায় ঘোষণার সময় এজলাসকক্ষে আসামি উপস্থিত ছিলেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৯ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৯ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে