নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে শোকজ করা হয়েছে।
আজ সোমবার রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (অতিরিক্ত আদালত) বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত দুই প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোহাম্মদ আলী কামালকে ৬ ডিসেম্বর বেলা ৩টায় এবং ফজলে হোসেন বাদশাকে পরের দিন ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজের (অতিরিক্ত আদালত) কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পেরেছে যে ৩ ডিসেম্বর রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে শান্তি মিছিল ও সমাবেশ করা হয়।
এ কর্মসূচির সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
অন্যদিকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী এমপি বাদশাকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তাঁর পক্ষে দলীয় নেতা-কর্মীরা ৩ ডিসেম্বর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন। এ কর্মসূচির সংবাদও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে শোকজ করা হয়েছে।
আজ সোমবার রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (অতিরিক্ত আদালত) বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত দুই প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোহাম্মদ আলী কামালকে ৬ ডিসেম্বর বেলা ৩টায় এবং ফজলে হোসেন বাদশাকে পরের দিন ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে রাজশাহী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজের (অতিরিক্ত আদালত) কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পেরেছে যে ৩ ডিসেম্বর রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে শান্তি মিছিল ও সমাবেশ করা হয়।
এ কর্মসূচির সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
অন্যদিকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী এমপি বাদশাকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তাঁর পক্ষে দলীয় নেতা-কর্মীরা ৩ ডিসেম্বর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন। এ কর্মসূচির সংবাদও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর বিধি ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘন। এটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৭ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২৮ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে