Ajker Patrika

দেশে চালের অভাব নেই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৫: ৫২
দেশে চালের অভাব নেই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘দেশে চালের অভাব নেই। এ বছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুত রয়েছে। এবার সরকারিভাবে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন চাল মজুত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি টিসিবির হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ কর্মসূচি শুরু করা হবে।’ 

আজ মঙ্গলবার নওগাঁ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে আরও দুই দিন চাল সংগ্রহের জন্য সময় রয়েছে। দুই দিনে ৫০ টন চাল সংগ্রহ করতে পারব। এবার সরকারিভাবে চাল সংগ্রহের যে টার্গেট রয়েছে, তা শতভাগ পূরণ করতে যাবে। তবে ধানের ক্ষেত্রে টার্গেট পূরণ হয়েছে ৫০ ভাগ। কারণ কৃষকেরা বাজারে ধানের দাম বেশি পাওয়ায় সেখানে বিক্রি করেছেন।’ 

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘ওএমএস চালের বস্তা থেকে প্রতিদিন সবগুলো বিতরণ না করা হলে ফেরত লিস্টে রাখতে হবে। ফেরত আসা চাল পরদিনের কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে হবে। সে ক্ষেত্রে কে কতখানি চাল ফেরত দিচ্ছেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইডি কার্ডের নম্বরসহ নোট করে রাখতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত