Ajker Patrika

নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৭: ২৮
নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। 

আজ শনিবার বেলা আড়াইটার দিকে শহরের আলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। সদর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আবুলকে কোপানো হয়। পরে গুরুতর আহত অবস্থা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান শাহীন আজকের পত্রিকাকে বলেন, আজ বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি ছিল বেলা তিনটা থেকে। আওয়ামী লীগ বিএনপির কার্যালয়ের সামনে পাল্টা সমাবেশ ডেকেছে জেনে বেলা দুইটা থেকে বিএনপি কার্যালয়ের ভেতরে এই অবস্থান কর্মসূচি পালন শুরুর কথা ছিল। কার্যালয়ে আসার সময় আলাইপুর মসজিদের সামনে আওয়ামী লীগ কর্মীরা ফয়সাল আলম আবুলের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এরপর অফিসের অদূরে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। 

বিএনপি নেতার ওপর হামলা প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের কেউ বিএনপি নেতাদের ওপর হামলা করেনি। বিএনপি নেতারা কার্যালয়ের গেটে তালা লাগিয়ে ভেতরে বসেছিল। তারা নিজেরাই কোপাকুপি করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত