Ajker Patrika

রাজশাহীতে তিন পুলিশ সদস্যের ৫ দিনের রিমান্ড আবেদন 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে তিন পুলিশ সদস্যের ৫ দিনের রিমান্ড আবেদন 

প্রাথমিকে চাকরির প্রলোভন দিয়ে টাকা আত্মসাতের মামলায় রাজশাহীতে গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবল ও এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ সোমবার আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী হোসেন। 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের মামলায় আসামিদের তো রিমান্ডের আবেদন করা হবেই। রিমান্ডের আবেদন করা হয়েছে, তবে শুনানি হয়নি। মঙ্গলবার শুনানি হতে পারে।’ 

গ্রেপ্তাররা হলেন-এএসআই গোলাম রাব্বানী (৩৩), কনস্টেবল আবদুর রহমান (৩২) ও শাহরিয়ার পারভেজ শিমুল (৩১)। আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজ শিমুল আরএমপির সদর দপ্তরে কর্মরত ছিলেন। আর গোলাম রাব্বানী ছিলেন দিনাজপুরের পার্বতীপুর থানায়। তিনি আগে আরএমপিতে পুলিশ কনস্টেবল ছিলেন। পরে পদোন্নতি পেয়ে এএসআই হয়ে দিনাজপুরে যান। 

এর আগে গত শুক্রবার সারা দেশে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষার আগে একটি চক্রের সঙ্গে পুলিশের এই সদস্যরা ১৫-২০ জন চাকরি প্রার্থীকে পাস করে দেওয়ার চুক্তি করেন। এ জন্য প্রত্যেককে খুব ছোট আকারের হেডফোন সরবরাহ করেন। এর মাধ্যমে বাইরে থেকে পরীক্ষার্থীকে প্রশ্নের সব উত্তর বলে দেওয়ার কথা ছিল। এ জন্য পরীক্ষার্থীদের সঙ্গে ১০ থেকে ১২ লাখ টাকার করে চুক্তি করা হয়েছিল। 

বিষয়টি টের পেরে পরীক্ষার আগের (বৃহস্পতিবার) রাতে আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ওই তিন পুলিশ সদস্যকে আটক করেন। আসামি শাহরিয়ার পারভেজের বাসা থেকে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত ১৬টি গেঞ্জি, ১৩টি চুম্বক দণ্ড, ক্ষুদ্র গোলাকৃতির চুম্বকযুক্ত ২৬টি ইলেকট্রনিকস ডিভাইস, ১৫টি সাদা রঙের মোবাইল ফোনের চার্জার, দুইটি স্ট্যাম্প, দুটি চেক, টাকা পাঠানোর দুইটি রসিদ এবং নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়। 

পরদিন শনিবার এ ঘটনায় কারিমা খাতুন নামে এক ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। পরে ওই দিনই তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত