Ajker Patrika

স্বাস্থ্যের নথি গায়েব: জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি হেফাজতে রাজশাহীর ঠিকাদার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ০০: ০৪
স্বাস্থ্যের নথি গায়েব: জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি হেফাজতে রাজশাহীর ঠিকাদার

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭ নথি গায়েবের ঘটনায় রাজশাহীর এক ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সিআইডি। তাঁর নাম নাসিমুল গণি টোটন। রাজশাহী নগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকায় তাঁর বাড়ি। 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহীর একটি টিম আজ সোমবার সন্ধ্যা থেকে তাঁর বাড়িটি ঘিরে রাখে। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। 

সিআইডির রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আবদুল জলিল জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ১৭টি নথি গায়েব হয়েছে তার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের কেনাকাটার একটি নথি ছিল। ওই কেনাকাটার ঠিকাদার ছিলেন নসিমুল গণি টোটন। তদন্ত করতে গিয়ে ঢাকার সিআইডি মনে করেছে নাসিমুল গণি টোটনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তাঁকে নিয়ে যেতে ঢাকা থেকে নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী পাঠানো হয়েছে। 

দীর্ঘ সময় বাড়িতে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমরা কিছু খোঁজার চেষ্টা করছিলাম। তবে যা খুঁজছিলাম, তা পাইনি। ঠিকাদার টোটন থাকেন দোতলায়। আমরা নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সবকিছুই দেখেছি।’ 

সিআইডির রাজশাহীর একটি টিম সোমবার সন্ধ্যা থেকে ঠিকাদারের বাড়িটি ঘিরে রাখে তাঁকে হেফাজতে নেয়

উল্লেখ্য, সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের কক্ষের লাগোয়া ঘর থেকে বিভিন্ন মেডিকেল কলেজের কেনাকাটার ১৭টি নথি খোয়া গেছে। গত ২৭ অক্টোবর নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়েছিল। পরদিন ফাইলগুলো আর পাওয়া যায়নি। এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে সিআইডি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত