গনেশ দাস, বগুড়া
বগুড়ার চিকন সেমাইয়ের সুনাম আছে। এখানকার বিভিন্ন জায়গায় বিক্রির পাশাপাশি পাইকারেরা কিনে নিয়ে বিক্রি করেন আশপাশের জেলাগুলোতে। বগুড়া শহরতলির বেজোড়া, কালশিমাটি, শ্যামবাড়িয়া নিশ্চিতপুর গ্রামে প্রতি বছর রমজান মাসের শুরু থেকে তৈরি করা হয় এই সাদা চিকন সেমাই।
কালশিমাটি গ্রামের বাবলু মিয়া গত ২০ বছর ধরে বাড়িতেই পবিত্র শবে বরাতের পর থেকে চিকন সেমাই তৈরির কাজ শুরু করেন। তিনি জানান, ময়দার সঙ্গে পানি মিশিয়ে মেশিনের সাহায্যে তৈরি করা হয় চিকন সেমাই। এরপর রোদে শুকিয়ে বাঁশের তৈরি খাঁচিতে প্যাকেট করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এ বছর ময়দার দাম প্রতি বস্তায় (৩৭ কেজি) ২০০ টাকা কমেছে। তাই খরচও কিছুটা কম হচ্ছে।
বাবলু মিয়া বলেন, দুই বস্তা ময়দা দিয়ে সেমাই তৈরি হয় ৭০ কেজি। পরে ২৫ কেজি করে সেমাই বাঁশের তৈরি খাঁচিতে প্যাকেট করে বিক্রি করা হয়। প্রতি খাঁচি সেমাই পাইকারি বিক্রি হয় ১ হাজার ৩০০ টাকা করে। কয়েক বছর আগেও রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, টাঙ্গাইল, গাজীপুর, রাজশাহীসহ বিভিন্ন এলাকার পাইকাররা এই গ্রামে আসতেন চিকন সেমাই কিনতে। কিন্তু এখন বিভিন্ন কোম্পানি নিজেরাই কারিগর দিয়ে মেশিন বসিয়ে চিকন সেমাই তৈরি করে নিজেদের নামে বিক্রি করেন। তার পরেও বগুড়া শহরের কিছু ব্যবসায়ী এখান থেকে সেমাই কিনে আশপাশের জেলাগুলোতে সরবরাহ করেন।
শুধু ময়দা আর পানির মিশ্রণে তৈরি করা চিকন সেমাই স্বাস্থ্যসম্মত উল্লেখ করে কালশিমাটি গ্রামের প্রবীণ ব্যক্তি নুরুল ইসলাম বলেন, কমপক্ষে ৫০ বছর আগে পার্শ্ববর্তী বেজোড়া গ্রামে চিকন সেমাই তৈরির কাজ শুরু হয়। সেই সময় গ্রামে বিদ্যুৎ না থাকায় হাতে মেশিন ঘুরিয়ে সেমাই তৈরি ছিল বেশ কষ্টকর। বেজোড়া গ্রাম থেকেই পর্যায়ক্রমে আশপাশের গ্রামগুলোতে চিকন সেমাই তৈরির কাজ শুরু হয়। তিনি বলেন, বর্তমানে সব গ্রামেই বিদ্যুৎ সরবরাহ থাকায় বৈদ্যুতিক মোটরের সাহায্যে মেশিন চালানোর কারণে মানুষের যেমন কষ্ট কমেছে, তেমনি অল্প সময়ে বেশি সেমাই তৈরি করা হচ্ছে।
গ্রামগুলো ঘুরে দেখা গেছে, কমপক্ষে ২০টি বাড়িতে সেমাই তৈরির কাজ চলছে। পানি আর ময়দার মিশ্রণ, রোদে শুকানো, খাঁচিতে প্যাকেটজাত করাসহ বিভিন্ন কাজ করছেন নারীরা। তাঁরা জানান, রমজান মাসে সেমাই তৈরির কাজ করে যে বাড়তি আয় হয়, সেই টাকা দিয়ে ঈদের কেনাকাটা করেন।
কালশিমাটি গ্রামের লাভলী খাতুন ১৯৮৮ সাল থেকে চিকন সেমাই তৈরি করছেন নিজ বাড়িতে। তিনি একসময় বেজোড়া গ্রামে সেমাই তৈরির কাজ করতেন। সেখান থেকে কাজ শিখে নিজেই বাড়িতে মেশিন বসিয়ে প্রতিবছর রমজান মাসে সেমাই তৈরি করেন। তাঁর ছেলে খাঁচিতে ভরে বগুড়া শহরের রাজাবাজারে পাইকারি দোকানে বিক্রি করে আসেন। রমজান মাসে সেমাই তৈরি করে তিনি বাড়তি ২৫-৩০ হাজার টাকা আয় করেন।
বগুড়া শহরের রাজাবাজারে পাইকারি সেমাই বিক্রেতা হাবিব আকন্দ বলেন, অল্প আয়ের মানুষের মধ্যে বগুড়ার তৈরি চিকন সেমাইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও সেমাই বিক্রেতারা রাজাবাজার থেকে কিনে নিয়ে তাঁদের এলাকায় খুচরা বিক্রি করেন। তিনি আরও বলেন, বিভিন্ন কোম্পানি এই চিকন সেমাই নিজেরাই তৈরি কিংবা আমাদের কাছ থেকে কিনে প্যাকেটজাত করে তাদের নামে বেশি দামে বিক্রি করছে। ফলে যারা গ্রামে সেমাই তৈরি করে, তারা কম দাম পেলেও কোম্পানি নিজেদের নাম ব্যবহার করে অধিক মুনাফা করছে।
বগুড়ার চিকন সেমাইয়ের সুনাম আছে। এখানকার বিভিন্ন জায়গায় বিক্রির পাশাপাশি পাইকারেরা কিনে নিয়ে বিক্রি করেন আশপাশের জেলাগুলোতে। বগুড়া শহরতলির বেজোড়া, কালশিমাটি, শ্যামবাড়িয়া নিশ্চিতপুর গ্রামে প্রতি বছর রমজান মাসের শুরু থেকে তৈরি করা হয় এই সাদা চিকন সেমাই।
কালশিমাটি গ্রামের বাবলু মিয়া গত ২০ বছর ধরে বাড়িতেই পবিত্র শবে বরাতের পর থেকে চিকন সেমাই তৈরির কাজ শুরু করেন। তিনি জানান, ময়দার সঙ্গে পানি মিশিয়ে মেশিনের সাহায্যে তৈরি করা হয় চিকন সেমাই। এরপর রোদে শুকিয়ে বাঁশের তৈরি খাঁচিতে প্যাকেট করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এ বছর ময়দার দাম প্রতি বস্তায় (৩৭ কেজি) ২০০ টাকা কমেছে। তাই খরচও কিছুটা কম হচ্ছে।
বাবলু মিয়া বলেন, দুই বস্তা ময়দা দিয়ে সেমাই তৈরি হয় ৭০ কেজি। পরে ২৫ কেজি করে সেমাই বাঁশের তৈরি খাঁচিতে প্যাকেট করে বিক্রি করা হয়। প্রতি খাঁচি সেমাই পাইকারি বিক্রি হয় ১ হাজার ৩০০ টাকা করে। কয়েক বছর আগেও রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, টাঙ্গাইল, গাজীপুর, রাজশাহীসহ বিভিন্ন এলাকার পাইকাররা এই গ্রামে আসতেন চিকন সেমাই কিনতে। কিন্তু এখন বিভিন্ন কোম্পানি নিজেরাই কারিগর দিয়ে মেশিন বসিয়ে চিকন সেমাই তৈরি করে নিজেদের নামে বিক্রি করেন। তার পরেও বগুড়া শহরের কিছু ব্যবসায়ী এখান থেকে সেমাই কিনে আশপাশের জেলাগুলোতে সরবরাহ করেন।
শুধু ময়দা আর পানির মিশ্রণে তৈরি করা চিকন সেমাই স্বাস্থ্যসম্মত উল্লেখ করে কালশিমাটি গ্রামের প্রবীণ ব্যক্তি নুরুল ইসলাম বলেন, কমপক্ষে ৫০ বছর আগে পার্শ্ববর্তী বেজোড়া গ্রামে চিকন সেমাই তৈরির কাজ শুরু হয়। সেই সময় গ্রামে বিদ্যুৎ না থাকায় হাতে মেশিন ঘুরিয়ে সেমাই তৈরি ছিল বেশ কষ্টকর। বেজোড়া গ্রাম থেকেই পর্যায়ক্রমে আশপাশের গ্রামগুলোতে চিকন সেমাই তৈরির কাজ শুরু হয়। তিনি বলেন, বর্তমানে সব গ্রামেই বিদ্যুৎ সরবরাহ থাকায় বৈদ্যুতিক মোটরের সাহায্যে মেশিন চালানোর কারণে মানুষের যেমন কষ্ট কমেছে, তেমনি অল্প সময়ে বেশি সেমাই তৈরি করা হচ্ছে।
গ্রামগুলো ঘুরে দেখা গেছে, কমপক্ষে ২০টি বাড়িতে সেমাই তৈরির কাজ চলছে। পানি আর ময়দার মিশ্রণ, রোদে শুকানো, খাঁচিতে প্যাকেটজাত করাসহ বিভিন্ন কাজ করছেন নারীরা। তাঁরা জানান, রমজান মাসে সেমাই তৈরির কাজ করে যে বাড়তি আয় হয়, সেই টাকা দিয়ে ঈদের কেনাকাটা করেন।
কালশিমাটি গ্রামের লাভলী খাতুন ১৯৮৮ সাল থেকে চিকন সেমাই তৈরি করছেন নিজ বাড়িতে। তিনি একসময় বেজোড়া গ্রামে সেমাই তৈরির কাজ করতেন। সেখান থেকে কাজ শিখে নিজেই বাড়িতে মেশিন বসিয়ে প্রতিবছর রমজান মাসে সেমাই তৈরি করেন। তাঁর ছেলে খাঁচিতে ভরে বগুড়া শহরের রাজাবাজারে পাইকারি দোকানে বিক্রি করে আসেন। রমজান মাসে সেমাই তৈরি করে তিনি বাড়তি ২৫-৩০ হাজার টাকা আয় করেন।
বগুড়া শহরের রাজাবাজারে পাইকারি সেমাই বিক্রেতা হাবিব আকন্দ বলেন, অল্প আয়ের মানুষের মধ্যে বগুড়ার তৈরি চিকন সেমাইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও সেমাই বিক্রেতারা রাজাবাজার থেকে কিনে নিয়ে তাঁদের এলাকায় খুচরা বিক্রি করেন। তিনি আরও বলেন, বিভিন্ন কোম্পানি এই চিকন সেমাই নিজেরাই তৈরি কিংবা আমাদের কাছ থেকে কিনে প্যাকেটজাত করে তাদের নামে বেশি দামে বিক্রি করছে। ফলে যারা গ্রামে সেমাই তৈরি করে, তারা কম দাম পেলেও কোম্পানি নিজেদের নাম ব্যবহার করে অধিক মুনাফা করছে।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে