Ajker Patrika

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন শিমুল বিশ্বাস

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্যারোলে মুক্তি পেয়ে পাবনায় তাঁর মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা শহরের কুঠিপাড়া ঈদগাহ মাঠে তাঁর মায়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়। গত বুধবার (১১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিমুল বিশ্বাসের মা খোদেজা বিশ্বাস (৭৭) মারা যান। 

মায়ের মৃত্যুর পর তাঁর জানাজায় অংশ নেওয়ার জন্য শিমুল বিশ্বাসের পক্ষ থেকে আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য শিমুলের প্যারোল মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ পুলিশ পাহারায় শিমুল বিশ্বাসকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পাবনায় নিয়ে আসা হয়। জানাজা শেষে তাঁকে পুলিশি পাহারায় আবার ঢাকার কেরানীগঞ্জ করাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন শিমুল বিশ্বাসগভীর রাতে অনুষ্ঠিত জানাজা এলাকাবাসীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। 

এর আগে ২০২২ বছরের ৭ ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিনই দলীয় কার্যালয়ের সামনে থেকে শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত