Ajker Patrika

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা গভীর রাতে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৩: ৫৯
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা গভীর রাতে গ্রেপ্তার

বগুড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে ডিবি পুলিশের একটি দল নিজ নিজ বাসা থেকে তাঁদের আটক করে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

রেজাউল করিম বাদশা আরও বলেন, রাত সাড়ে ৩টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। এর আগে পুলিশের আরেকটি দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে আটক করে।

মাজেদুর রহমান জুয়েলের স্ত্রী তানিয়া রহমান বলেন, আজ বুধবার সকালে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন আলী আজগর হেনা ও মাজেদুর রহমান জুয়েল ডিবি পুলিশ হেফাজতে রয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার বগুড়ায় বিএনপির পদযাত্রাকালে পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

দুজনকে আটক করার বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের নামে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। আটক দুজনকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত