Ajker Patrika

ভোটাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে শেরপুরে বাম জোটের বিক্ষোভ সমাবেশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২০: ৩৬
ভোটাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে শেরপুরে বাম জোটের বিক্ষোভ সমাবেশ

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিত্যপণ্যের দাম কমানোসহ জনজীবনের সংকট সমাধানের দাবিতে বগুড়ার শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। 

আজ সোমবার বিকেল সাড়ে চারটায় শেরপুর বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শেরপুর উপজেলা শাখার সভাপতি কমরেড হরিশংকর সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির বগুড়া জেলার সভাপতি সন্তোষ কুমার পাল, বাসদ বগুড়া জেলা কমিটির সদস্য সাইফুজ্জামান টুটুল, দেলোয়ার হোসেন, সোহেল রানা প্রমুখ। 

বক্তারা বলেন, রাজনৈতিক দলের সভা-সমাবেশ, মিছিল করার অধিকার, জীবন ও জীবিকার সংকুচিত করার মাধ্যমে এই সরকার ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছে। একদিকে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে, অন্যদিকে সরকারের ছত্রচ্ছায়ায় ব্যাংক লুট করার মহোৎসব চলছে। চাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছে। তাই গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারে পতন ত্বরান্বিত করার জন্য তারা জনগণের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত