Ajker Patrika

রাজশাহীতে গান পাউডারসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে গান পাউডারসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে গান পাউডারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম মো. হেলাল (৪০)। রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামে তার বাড়ি। হেলাল একজন সন্ত্রাসী বলে জানিয়েছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চক মোক্তারপুর এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, হেলালের কাছ থেকে ৯০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে বোমা তৈরিতে ব্যবহার হওয়া ছোট ছোট কালো পাথর ৪৮০ গ্রাম, কাচের ভাঙা টুকরো ৩০০ গ্রাম ও ২৮৫ গ্রাম ছোট ছোট কাটা জব্দ করা হয়েছে। বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে বোমা তৈরির জন্য এসব সরঞ্জাম কাছে রেখেছিলেন তিনি।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল হেলালের বাড়িতে এই অভিযান চালায়। হেলাল চারঘাটের অন্যতম বড় মাদক ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই ছয়টি মামলা ছিল। নতুন করে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। আসামি হেলালকেও চারঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত