Ajker Patrika

সিরাজগঞ্জে কারা হেফাজতে ধর্ষণচেষ্টা মামলার আসামির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২৩, ২১: ০৭
সিরাজগঞ্জে কারা হেফাজতে ধর্ষণচেষ্টা মামলার আসামির মৃত্যু

সিরাজগঞ্জে নূর ইসলাম (৫৫) নামে ধর্ষণচেষ্টা মামলার এক আসামি কারা হেফাজতে মারা গেছেন। আজ রোববার বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সহকারী সার্জন মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, কারাগারে আসার পর থেকেই নূর ইসলাম হাইপার টেনশনে ভুগছিলেন। আজ দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি মারা যান। উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ ইউনুস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কাজীপুর থানায় দায়ের করা একটি ধর্ষণচেষ্টা মামলায় ২০২২ সালের ১৫ অক্টোবর নূর ইসলামকে কারাগারে পাঠান আদালত। আজ রোববার দুপুরে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত