Ajker Patrika

মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০: ৪০
মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে মাদক মামলায় ফরহাদ আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ফরহাদ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া-দর্শনা গ্রামের বাসিন্দা। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১০ জুলাই ফরহাদ আলী নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে পাচার করছিলেন। তখন পাঁচবিবি উপজেলার চেঁচরা গ্রামে স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৪০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। পরদিন পাঁচবিবি থানায় মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক থাকেন। 

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানা-পুলিশের উপপরিদর্শক ফারুক হোসেন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। 

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল, আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত