Ajker Patrika

অগ্নিসংযোগের পর জ্বলন্ত ট্রাক নিয়ে ফায়ার সার্ভিসে চালক 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৩: ৫৫
অগ্নিসংযোগের পর জ্বলন্ত ট্রাক নিয়ে ফায়ার সার্ভিসে চালক 

বগুড়ার শেরপুরে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। পরে চালক জ্বলন্ত ট্রাকটি শেরপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

গতকাল বুধবার রাত আনুমানিক ১২টার সময় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ৯ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

ট্রাকচালক ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার রাত আনুমানিক ১২টার সময় নওগাঁ থেকে নারায়ণগঞ্জগামী একটি খড়বোঝাই ট্রাক ৯ মাইলে পৌঁছালে তাতে ককটেল ছুড়ে মারে অবরোধ সমর্থনকারীরা। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে চালক জ্বলন্ত ট্রাকটি শেরপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্রাকটির চালক আবদুল মজিদ (৫৫) জানান, ৯ মাইল বাজার অতিক্রম করে কিছুদূর দক্ষিণে এলে অজ্ঞাত কিছু লোক ট্রাকটি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এতে ট্রাকের খড়ে আগুন ধরে যায়। তিনি না দাঁড়িয়ে জ্বলন্ত ট্রাকটি চার কিলোমিটার চালিয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন আজকের পত্রিকাকে জানান, চালকের বিচক্ষণতায় ট্রাকটির তেমন ক্ষতি হয়নি। আগুন নিভিয়ে খড়গুলো নামিয়ে ট্রাকটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত