ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় ভাসমান অবস্থায় নৌকার মাঝিমাল্লা ও নারীসহ ২১ যাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় একদল যুবক।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে শহড়াবাড়ী নৌঘাট এলাকায় মাঝনদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ৩০ মিনিট ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় সব যাত্রীকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, থানা থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। নৌকাডুবির ঘটনায় কোনো হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার সকালের দিকে শহড়াবাড়ী নৌঘাট থেকে যমুনা নদীর পূর্ব তীরে বৈশাখী চরে কৃষিকাজের জন্য যান দুই নারীসহ ২১ যাত্রী। তাঁরা কাজ শেষ করে দুপুরের দিকে বৈশাখী চর থেকে একই নৌকায় যমুনা নদীর পশ্চিম তীরে বাড়ির উদ্দেশে রওনা হন।
একপর্যায়ে উত্তাল যমুনা নদীর মাঝপথে পৌঁছালে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে যাত্রী ও মালপত্র বোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীরা জীবন বাঁচাতে নদীতে ভাসতে থাকেন। যমুনা নদীর পশ্চিম তীরে বানিয়াজান বাঁধ থেকে এ দৃশ্য দেখেন একদল যুবক। তাঁরা অন্য একটি বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান যাত্রীদের উদ্ধার করেন। নৌকার সব যাত্রীকে উদ্ধার করা গেলেও নৌকাসহ মালপত্র ভাটির দিকে ভেসে গেছে।
উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, প্রবল ঢেউয়ে যাত্রীবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়রা নৌকার সব যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় ভাসমান অবস্থায় নৌকার মাঝিমাল্লা ও নারীসহ ২১ যাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় একদল যুবক।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে শহড়াবাড়ী নৌঘাট এলাকায় মাঝনদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ৩০ মিনিট ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় সব যাত্রীকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, থানা থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। নৌকাডুবির ঘটনায় কোনো হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার সকালের দিকে শহড়াবাড়ী নৌঘাট থেকে যমুনা নদীর পূর্ব তীরে বৈশাখী চরে কৃষিকাজের জন্য যান দুই নারীসহ ২১ যাত্রী। তাঁরা কাজ শেষ করে দুপুরের দিকে বৈশাখী চর থেকে একই নৌকায় যমুনা নদীর পশ্চিম তীরে বাড়ির উদ্দেশে রওনা হন।
একপর্যায়ে উত্তাল যমুনা নদীর মাঝপথে পৌঁছালে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে যাত্রী ও মালপত্র বোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীরা জীবন বাঁচাতে নদীতে ভাসতে থাকেন। যমুনা নদীর পশ্চিম তীরে বানিয়াজান বাঁধ থেকে এ দৃশ্য দেখেন একদল যুবক। তাঁরা অন্য একটি বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান যাত্রীদের উদ্ধার করেন। নৌকার সব যাত্রীকে উদ্ধার করা গেলেও নৌকাসহ মালপত্র ভাটির দিকে ভেসে গেছে।
উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, প্রবল ঢেউয়ে যাত্রীবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়রা নৌকার সব যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামীণ সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কারকাজ শুরুর মাত্র দুদিন পরেই পিচ কার্পেটিংয়ের আস্তরণে হাত দিলেই উঠে যাচ্ছে।
১ ঘণ্টা আগেকপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ার-ভাটা তথা টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ এখনো পরিশোধ করা হয়নি। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
১ ঘণ্টা আগেদুর্নীতি দমন কমিশনে (দুদক) চট্টগ্রাম বন্দরের প্রভাবশালী পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। তখনকার রাজনৈতিক বাস্তবতার কারণে ওই অভিযোগের ওপর তেমন কোনো কার্যক্রম শুরু করা হয়নি। অভিযোগের এক বছর পেরিয়ে যাওয়ার পর অনুসন্ধান কার্যক্রম শুরুর নির্দেশনা...
১ ঘণ্টা আগেটঙ্গীর সাহারা মার্কেট এবং এর আশপাশের এলাকায় রাসায়নিকের বেশ কিছু গুদাম গড়ে উঠেছে। এসব গুদামে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছিল। গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সেখানে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার...
১ ঘণ্টা আগে