Ajker Patrika

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি রুয়েট কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি রুয়েট কর্মচারীদের

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অভিন্ন নীতিমালা বাদ দিয়ে নবম পে-স্কেল বাস্তবায়ন এবং পে-স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত পঞ্চাশ শতাংশ মহার্ঘের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্মচারীরা।

আজ বেলা ১১টার দিকে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রুয়েট কর্মচারী সমিতির প্রায় ২০০ সদস্য অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন, রুয়েট কর্মচারী সমিতির সহ-সভাপতি মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না প্রমুখ। 

মানববন্ধনে রুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন শুভ বলেন, ২০১৫ সালের পর থেকে সরকারিভাবে পে-স্কেল বন্ধ রয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আমাদের পে-স্কেলের আওতাভুক্ত করা হোক। পে-স্কেল চালু করতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে। তবে যতদিন এই পে-স্কেল চালু হচ্ছে না, ততদিন যেন আমাদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত