প্রতিনিধি, ধুনট (বগুড়া)
ভোরবেলায় জীবিকার সন্ধানে ছোটেন দিনমজুর স্বামী। সারা দিন শ্রম বেচে ফেরেন সন্ধ্যায়। এদিকে স্বামীকে বিদায় দিয়ে গৃহস্থালির কাজ শেষ করতেই বেজে যায় সকাল ১০টা। এ সময় হাতে তেমন কাজও থাকে না। তাই নারীরা ছোটেন বাড়তি আয়ের আশায় যমুনার দিকে। সঙ্গে একটি পাতিল। উদ্দেশ্য মাছ ধরা হলেও বড়শি বা জালের মতো তেমন কিছু নেই। হ্যাঁ এই যমুনায় মাছ শিকারে এই নারীদের ভরসা দুই হাতের ওপরই।
সকালে বিভিন্ন বাড়ি থেকে পাতিল হাতে নদীর কূলে একত্রিত হন নারীরা। দল বেঁধে মাছ ধরতে নামেন যমুনার জলে। হাত দিয়ে শিকার করেন নানা প্রজাতির মাছ। যমুনা চরের নারীদের নিত্যদিনের চিত্র এটা। এভাবে মাছ ধরেই তাঁরা অভাব অনটনের সংসারে বাড়তি আয়ের চেষ্টা করেন।
বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর চর এলাকায় সরেজমিনে মাছ শিকারি নারীদের সঙ্গে কথা হয়। নিজেদের এই চেষ্টার কথা জানান বৈশাখী চরের কুলসুম বেওয়া, জেলাতন খাতুন, মালেকা বেওয়ার সঙ্গে। তাঁরা বলেন, এক সময় তাঁদের সবকিছু ছিল। প্রতি বছরের ভাঙনে যমুনা নদী সবকিছু গিলে খেয়েছে। আজ তাঁরা আজ নিঃস্ব। জমির মালিকেরা আজ কুলি-শ্রমিকে পরিণত হয়েছেন। অভাবের কারণে ছোট হয়ে এসেছে ঘর-সংসার। আগের মতো আর হাসি-খুশিতে দিন কাটে না। দুবেলা দুমুঠো ভাতের জন্য কাজের সন্ধাতে ঘুরতে হয়। অভাবের সংসারে কাজও নেই। তাই অন্যের বাড়ি কিংবা জমিতে কাজ করতে হয়। সম্প্রতি যমুনার পানি বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত চর এলাকায় এখন কোনো কাজ নেই। পুরুষেরা শহর কিংবা অন্য গ্রামে কাজ করতে যান। কিন্তু চরের নারীদের পক্ষে কাজের সন্ধানে বাইরে যাওয়া হয় না। তাই গৃহস্থালি কাজের ফাঁকে যমুনায় মাছ ধরে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন।
সরেজমিনে দেখা যায়, নদীর কুলে অল্প পানিতে হাঁটু গেড়ে বসেছে এক দল নারী। সবার সামনে একটি করে পাতিল ভাসছে। পানির নিচে হাতিয়ে হাতিয়ে এগিয়ে চলেছেন তাঁরা সামনের দিকে। এভাবেই হাতের নিচে ধরা পড়ছে বালিয়া, টাকি, পুটি, ট্যাংরা, শিং, চিংড়ি, ঘাড়িয়াসহ নানা প্রজাতির মাছ।
রাধানগর চরের মাছ শিকারি সোনাভান ও খাদিজা খাতুন আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিয়ে একজন নারী কমপক্ষে দেড় থেকে দুই কেজি করে মাছ ধরেন। এই মাছ নিজেদের খাবার চাহিদা মিটিয়ে বিক্রি করেন তাঁরা। এতে প্রতিদিন অন্তত গড়ে ২৫০-৩০০ টাকার মাছ বিক্রি করা যায়।
ভোরবেলায় জীবিকার সন্ধানে ছোটেন দিনমজুর স্বামী। সারা দিন শ্রম বেচে ফেরেন সন্ধ্যায়। এদিকে স্বামীকে বিদায় দিয়ে গৃহস্থালির কাজ শেষ করতেই বেজে যায় সকাল ১০টা। এ সময় হাতে তেমন কাজও থাকে না। তাই নারীরা ছোটেন বাড়তি আয়ের আশায় যমুনার দিকে। সঙ্গে একটি পাতিল। উদ্দেশ্য মাছ ধরা হলেও বড়শি বা জালের মতো তেমন কিছু নেই। হ্যাঁ এই যমুনায় মাছ শিকারে এই নারীদের ভরসা দুই হাতের ওপরই।
সকালে বিভিন্ন বাড়ি থেকে পাতিল হাতে নদীর কূলে একত্রিত হন নারীরা। দল বেঁধে মাছ ধরতে নামেন যমুনার জলে। হাত দিয়ে শিকার করেন নানা প্রজাতির মাছ। যমুনা চরের নারীদের নিত্যদিনের চিত্র এটা। এভাবে মাছ ধরেই তাঁরা অভাব অনটনের সংসারে বাড়তি আয়ের চেষ্টা করেন।
বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর চর এলাকায় সরেজমিনে মাছ শিকারি নারীদের সঙ্গে কথা হয়। নিজেদের এই চেষ্টার কথা জানান বৈশাখী চরের কুলসুম বেওয়া, জেলাতন খাতুন, মালেকা বেওয়ার সঙ্গে। তাঁরা বলেন, এক সময় তাঁদের সবকিছু ছিল। প্রতি বছরের ভাঙনে যমুনা নদী সবকিছু গিলে খেয়েছে। আজ তাঁরা আজ নিঃস্ব। জমির মালিকেরা আজ কুলি-শ্রমিকে পরিণত হয়েছেন। অভাবের কারণে ছোট হয়ে এসেছে ঘর-সংসার। আগের মতো আর হাসি-খুশিতে দিন কাটে না। দুবেলা দুমুঠো ভাতের জন্য কাজের সন্ধাতে ঘুরতে হয়। অভাবের সংসারে কাজও নেই। তাই অন্যের বাড়ি কিংবা জমিতে কাজ করতে হয়। সম্প্রতি যমুনার পানি বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত চর এলাকায় এখন কোনো কাজ নেই। পুরুষেরা শহর কিংবা অন্য গ্রামে কাজ করতে যান। কিন্তু চরের নারীদের পক্ষে কাজের সন্ধানে বাইরে যাওয়া হয় না। তাই গৃহস্থালি কাজের ফাঁকে যমুনায় মাছ ধরে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন।
সরেজমিনে দেখা যায়, নদীর কুলে অল্প পানিতে হাঁটু গেড়ে বসেছে এক দল নারী। সবার সামনে একটি করে পাতিল ভাসছে। পানির নিচে হাতিয়ে হাতিয়ে এগিয়ে চলেছেন তাঁরা সামনের দিকে। এভাবেই হাতের নিচে ধরা পড়ছে বালিয়া, টাকি, পুটি, ট্যাংরা, শিং, চিংড়ি, ঘাড়িয়াসহ নানা প্রজাতির মাছ।
রাধানগর চরের মাছ শিকারি সোনাভান ও খাদিজা খাতুন আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিয়ে একজন নারী কমপক্ষে দেড় থেকে দুই কেজি করে মাছ ধরেন। এই মাছ নিজেদের খাবার চাহিদা মিটিয়ে বিক্রি করেন তাঁরা। এতে প্রতিদিন অন্তত গড়ে ২৫০-৩০০ টাকার মাছ বিক্রি করা যায়।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
১ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৪ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৮ মিনিট আগে