গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
ভিক্ষা ও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান ফুরকুনি বেগম (৭০)। নিজের কোনো জমিজমা নেই। অন্যের জায়গায় বাস করেন তিনি। এমন অবস্থায় নিজের একটু আশ্রয়ের জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি তাঁর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামে বাড়ি তাঁর। ওই গ্রামের মৃত ফেলু শেখের স্ত্রী তিনি। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে অন্যের জায়গায় বাস করছেন ফুরকুনি বেগম।
ফুরকুনি বেগম বলেন, ‘সবাই বাড়ি পাচ্ছে অথচ আমি পাচ্ছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের বাড়িঘর-জমিজমা নেই তাদের ইটের বাড়ি করে দিচ্ছেন। সঙ্গে জমির দলিলও দিয়ে দিচ্ছেন। শুনে খুব খুশি হয়েছি।’ কিছুই নেই তাঁর। এ বয়সে একটি বাড়ি পাওয়ার জন্য অনেকের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু কেউ তাঁকে সহযোগিতা করেননি। তিনি ‘বাড়ি পাওয়ার যোগ্য কি না’ এমন প্রশ্ন করেছেন।
ফুরকুনির ছোট ভাই শুকুদ্দি জানান, বাবার জমি ভাগ হলে তাঁর বোন পৈতৃক সূত্রে পৌনে ১৪ কাঠা জমি পান। বোনের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও নাতনির বিয়েতে সব জমি বিক্রি করে নিঃস্ব হয়ে যান তিনি। পরে তাঁর আশ্রয়ের একটু জায়গায় টিনের ছাউনি তুলে বসবাস করছেন। শুধু ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতার টাকা পান বলে তিনি জানান।
সংশ্লিষ্ট ২ নম্বর ইউপি সদস্য গোলাম মর্তুজা জানান, বৃদ্ধার আইডি কার্ড নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী তালিকায় তাঁর নাম রাখার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ‘বৃদ্ধা ফুরকুনির বাড়ি না পাওয়ার বিষয়টি অবগত হয়েছি। বাড়ি বরাদ্দের তালিকায় অবশ্যই তাঁর নাম তালিকাভুক্ত করা হবে।’
ভিক্ষা ও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান ফুরকুনি বেগম (৭০)। নিজের কোনো জমিজমা নেই। অন্যের জায়গায় বাস করেন তিনি। এমন অবস্থায় নিজের একটু আশ্রয়ের জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি তাঁর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামে বাড়ি তাঁর। ওই গ্রামের মৃত ফেলু শেখের স্ত্রী তিনি। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে অন্যের জায়গায় বাস করছেন ফুরকুনি বেগম।
ফুরকুনি বেগম বলেন, ‘সবাই বাড়ি পাচ্ছে অথচ আমি পাচ্ছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের বাড়িঘর-জমিজমা নেই তাদের ইটের বাড়ি করে দিচ্ছেন। সঙ্গে জমির দলিলও দিয়ে দিচ্ছেন। শুনে খুব খুশি হয়েছি।’ কিছুই নেই তাঁর। এ বয়সে একটি বাড়ি পাওয়ার জন্য অনেকের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু কেউ তাঁকে সহযোগিতা করেননি। তিনি ‘বাড়ি পাওয়ার যোগ্য কি না’ এমন প্রশ্ন করেছেন।
ফুরকুনির ছোট ভাই শুকুদ্দি জানান, বাবার জমি ভাগ হলে তাঁর বোন পৈতৃক সূত্রে পৌনে ১৪ কাঠা জমি পান। বোনের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও নাতনির বিয়েতে সব জমি বিক্রি করে নিঃস্ব হয়ে যান তিনি। পরে তাঁর আশ্রয়ের একটু জায়গায় টিনের ছাউনি তুলে বসবাস করছেন। শুধু ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতার টাকা পান বলে তিনি জানান।
সংশ্লিষ্ট ২ নম্বর ইউপি সদস্য গোলাম মর্তুজা জানান, বৃদ্ধার আইডি কার্ড নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী তালিকায় তাঁর নাম রাখার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ‘বৃদ্ধা ফুরকুনির বাড়ি না পাওয়ার বিষয়টি অবগত হয়েছি। বাড়ি বরাদ্দের তালিকায় অবশ্যই তাঁর নাম তালিকাভুক্ত করা হবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৬ ঘণ্টা আগে