প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে রাস্তা সংস্কারের ৪ দিনেই কার্পেটিং উঠে গেছে। কেউ হাত-পা দিয়ে আঁচড় দিলেই পিচ উঠে যাচ্ছে বলে জানিয়েছে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। এ কার্পেটিং কাজের দায়িত্বে থাকা লালপুরের দুই প্রকৌশলীকে এ অবস্থা হওয়ার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন নাটোরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার রাধাকৃষ্ণপুর কালীমন্দির থেকে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭০ লাখ টাকা ব্যয় প্রায় ১ কিলোমিটার রাস্তায় তিনটি কালভার্টসহ রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়। এ কাজটির দায়িত্ব পান এসএম সামছুল ইসলাম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এসএম সামছুল ইসলাম নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও সংস্কার কাজটি করেন ঠিকাদার বাবু।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, প্রথমে স্থানীয়রা ছবি তুলে সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দিলে (ভাইরাল) নাটোরের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের নজরে আসে। তিনি তাৎক্ষণিক এলজিইডির ল্যাবরেটরি সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে তদন্তর জন্য পাঠিয়ে দেন। ওই রাস্তার কাজে ব্যবহৃত মালামালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি পাওয়া যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই রাস্তার কার্পেটিংয়ের কাজ মাত্র ৪-৫ দিন হল শেষ হয়েছে। কিন্তু কার্পেটিং এতই নিম্নমানের করা হয়েছে কেউ হাত দিয়ে আঁচড় দিলে রুটির মতো গোল হয়ে উঠে যাচ্ছে। আবার পা দিয়ে ঘষা দিলে পিচ উঠে যায়।
নিম্নমানের কাজের বিষয়ে ঠিকাদার বাবু বলেন, বিটুমিন কম থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে নির্বাহী প্রকৌশলীর নির্দেশনা মতে পুনরায় কাজটি করে দেওয়া হবে।
নাটোর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে আসার পরই ল্যাবরেটরি প্রকৌশলীকে পাঠিয়ে মালামাল পরীক্ষা করা হয়। পরীক্ষাগারে ত্রুটি ধরা পড়ায় একাজে তদারকির দায়িত্বে থাকা লালপুর উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী ও উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নির্বাহী প্রকৌশলী আরও বলে, ঠিকাদারকে চিঠি দিয়ে পুনরায় কাজ করার জন্য বলা হয়েছে। সংস্কার কাজ ঠিকমতো না হওয়া পর্যন্ত ঠিকাদারকে বিল পরিশোধ করা হবে না।
নাটোরের লালপুরে রাস্তা সংস্কারের ৪ দিনেই কার্পেটিং উঠে গেছে। কেউ হাত-পা দিয়ে আঁচড় দিলেই পিচ উঠে যাচ্ছে বলে জানিয়েছে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। এ কার্পেটিং কাজের দায়িত্বে থাকা লালপুরের দুই প্রকৌশলীকে এ অবস্থা হওয়ার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন নাটোরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার রাধাকৃষ্ণপুর কালীমন্দির থেকে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭০ লাখ টাকা ব্যয় প্রায় ১ কিলোমিটার রাস্তায় তিনটি কালভার্টসহ রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়। এ কাজটির দায়িত্ব পান এসএম সামছুল ইসলাম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এসএম সামছুল ইসলাম নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও সংস্কার কাজটি করেন ঠিকাদার বাবু।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, প্রথমে স্থানীয়রা ছবি তুলে সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দিলে (ভাইরাল) নাটোরের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের নজরে আসে। তিনি তাৎক্ষণিক এলজিইডির ল্যাবরেটরি সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে তদন্তর জন্য পাঠিয়ে দেন। ওই রাস্তার কাজে ব্যবহৃত মালামালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি পাওয়া যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই রাস্তার কার্পেটিংয়ের কাজ মাত্র ৪-৫ দিন হল শেষ হয়েছে। কিন্তু কার্পেটিং এতই নিম্নমানের করা হয়েছে কেউ হাত দিয়ে আঁচড় দিলে রুটির মতো গোল হয়ে উঠে যাচ্ছে। আবার পা দিয়ে ঘষা দিলে পিচ উঠে যায়।
নিম্নমানের কাজের বিষয়ে ঠিকাদার বাবু বলেন, বিটুমিন কম থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে নির্বাহী প্রকৌশলীর নির্দেশনা মতে পুনরায় কাজটি করে দেওয়া হবে।
নাটোর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে আসার পরই ল্যাবরেটরি প্রকৌশলীকে পাঠিয়ে মালামাল পরীক্ষা করা হয়। পরীক্ষাগারে ত্রুটি ধরা পড়ায় একাজে তদারকির দায়িত্বে থাকা লালপুর উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী ও উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নির্বাহী প্রকৌশলী আরও বলে, ঠিকাদারকে চিঠি দিয়ে পুনরায় কাজ করার জন্য বলা হয়েছে। সংস্কার কাজ ঠিকমতো না হওয়া পর্যন্ত ঠিকাদারকে বিল পরিশোধ করা হবে না।
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
২৯ মিনিট আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৩৪ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
৪৩ মিনিট আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
১ ঘণ্টা আগে