Ajker Patrika

সিরাজগঞ্জে মাটিতে পুঁতে রাখা নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫: ২১
সিরাজগঞ্জে মাটিতে পুঁতে রাখা নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের পাঁচ দিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস আলী (১৮) নামের এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের পাশে অবস্থিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের একটি কারখানার ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ফেরদৌস শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। 

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, নিহত ফেরদৌস আর কে টেক্সটাইল মিলে নাইট গার্ড হিসেবে চাকরি করতেন। প্রতিদিনের মতো গত ৫ জানুয়ারি ডিউটিতে যান ফেরদৌস। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে। 

তিনি আরও বলেন, কয়েকটি বিষয় সামনে এসেছে। সেগুলো নিয়ে থানা-পুলিশ কাজ করছে। আশা করি দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত