Ajker Patrika

শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজ রবিবার সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা
শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজ রবিবার সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে উন্নয়ন প্রকল্প প্রস্তাব ( ডিপিপি) দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।

আজ সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন। বিক্ষোভ সমাবেশে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবি জানান তাঁরা। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিও তুলেন তাঁরা। শিক্ষার্থীরা ‘ভাড়া না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘সবার ক্যাম্পাস সজ্জিত, আমরা কেন বঞ্চিত’, ‘এক দুই তিন চার, রেজওয়ানা গদি ছাড়’, ‘যার কথার দাম নেই, সেই উপদেষ্টার দরকার নাই’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। অবরোধের ফলে দেড় ঘণ্টা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও গাড়িচালকেরা।

শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় একাডেমিক ভবন-৩–এর সামনে বগুড়া-নগরবাড়ী সড়ক অবরোধ করে প্রতীকী ক্লাস করবেন তাঁরা। এ সময় মহাসড়কে কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের এই কর্মসূচি পালিত হলে কাল আবারও বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ঢাকা ও পাবনাগামী রুটে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হবে। ভোগান্তিতে পড়বেন যাত্রীরা।

এর আগে গতকাল শনিবারও শিক্ষক-শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বয়কট করে সড়কে মানববন্ধন করেন। সেখানে তাঁরা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন জমিদারির অন্তর্গত খাসজমিতেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হওয়ার কথা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান সরকারের ব্যয়সংকোচন নীতিকে বিবেচনায় রেখে সর্বশেষ ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি উপস্থাপন করে। গত ৭ মে পরিকল্পনা বিভাগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তা আলোচিত হয়। একনেক সভায় প্রায় সবাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ঐকমত্যে পৌঁছলেও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রস্তাবিত ক্যাম্পাস সরেজমিনে দেখতে চান এবং গত ১৬ জুন তিনি শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় গিয়ে ক্যাম্পাসের স্থান দেখে প্রতিবেদন জমা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত