Ajker Patrika

নন্দীগ্রামে কাভার্ড ভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১: ৫৭
নন্দীগ্রামে কাভার্ড ভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে মোটরসাইকেল ধাক্কা দিলে ভরত চন্দ্র বর্মণ (২৬) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আলামিন হোসেন (২৫) নামে অপর এক যুবক। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার সেলিনা পাম্পসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ভরত চন্দ্র বর্মণ জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার নওটিকা গ্রামের শীতল চন্দ্রের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নাটোর থেকে ভরত চন্দ্র ও আলামিন হোসেন মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। পথে নন্দীগ্রামের সেলিনা পাম্প-সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই ভরত চন্দ্র বর্মণ মারা যান। মোটরসাইকেলের পেছনে থাকা আলামিন হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বলেন, ঘটনাস্থল থেকে ভরত চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত