Ajker Patrika

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

শেরপুর (প্রতিনিধি) বগুড়া
কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে কিশোরীকে (১৪) অপহরণের পর ধর্ষণের অভিযোগে অনন্ত কুমার সিং (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়। 

এর আগে গতকাল রোববার তাঁকে ওই উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল কিশোরীর বাবা থানায় মামলা করেন। একই সঙ্গে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘অনন্ত আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ত। তখন থেকেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত শুক্রবার রাত ২টার দিকে সে আমার মেয়েকে ফুসলিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরের দিন রাত ২টায় আবার তাকে বাড়িতে রেখে যায়। তখন আমরা মেয়ের কাছ থেকে ধর্ষণের বিষয়টি জানতে পারি।’ 

এদিকে অনন্ত কুমারের বাবা ও মামা আজকের পত্রিকাকে জানান, গত শনিবার রাতে ওই কিশোরী অপহরণের ঘটনায় শেরপুর থানা-পুলিশ তাঁদের বাড়িতে যায়। তখন অনন্ত কুমারও বাসায় ছিল। পুলিশ এসে অনন্তের সঙ্গে কথা বলেছে। খোঁজাখুঁজি করে কিশোরীকে পুলিশ পায়নি। রোববার দুপুরে আবার পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। 

এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনন্ত অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছেন। 

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, মামলার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত