শেরপুর (প্রতিনিধি) বগুড়া
বগুড়ার শেরপুরে কিশোরীকে (১৪) অপহরণের পর ধর্ষণের অভিযোগে অনন্ত কুমার সিং (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল রোববার তাঁকে ওই উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল কিশোরীর বাবা থানায় মামলা করেন। একই সঙ্গে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘অনন্ত আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ত। তখন থেকেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত শুক্রবার রাত ২টার দিকে সে আমার মেয়েকে ফুসলিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরের দিন রাত ২টায় আবার তাকে বাড়িতে রেখে যায়। তখন আমরা মেয়ের কাছ থেকে ধর্ষণের বিষয়টি জানতে পারি।’
এদিকে অনন্ত কুমারের বাবা ও মামা আজকের পত্রিকাকে জানান, গত শনিবার রাতে ওই কিশোরী অপহরণের ঘটনায় শেরপুর থানা-পুলিশ তাঁদের বাড়িতে যায়। তখন অনন্ত কুমারও বাসায় ছিল। পুলিশ এসে অনন্তের সঙ্গে কথা বলেছে। খোঁজাখুঁজি করে কিশোরীকে পুলিশ পায়নি। রোববার দুপুরে আবার পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনন্ত অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, মামলার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
বগুড়ার শেরপুরে কিশোরীকে (১৪) অপহরণের পর ধর্ষণের অভিযোগে অনন্ত কুমার সিং (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল রোববার তাঁকে ওই উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল কিশোরীর বাবা থানায় মামলা করেন। একই সঙ্গে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘অনন্ত আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ত। তখন থেকেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত শুক্রবার রাত ২টার দিকে সে আমার মেয়েকে ফুসলিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরের দিন রাত ২টায় আবার তাকে বাড়িতে রেখে যায়। তখন আমরা মেয়ের কাছ থেকে ধর্ষণের বিষয়টি জানতে পারি।’
এদিকে অনন্ত কুমারের বাবা ও মামা আজকের পত্রিকাকে জানান, গত শনিবার রাতে ওই কিশোরী অপহরণের ঘটনায় শেরপুর থানা-পুলিশ তাঁদের বাড়িতে যায়। তখন অনন্ত কুমারও বাসায় ছিল। পুলিশ এসে অনন্তের সঙ্গে কথা বলেছে। খোঁজাখুঁজি করে কিশোরীকে পুলিশ পায়নি। রোববার দুপুরে আবার পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনন্ত অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, মামলার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
১৩ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
১৬ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
২৭ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
২৯ মিনিট আগে