Ajker Patrika

ভাঙ্গুড়ায় ভয়ভীতি দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় ভয়ভীতি দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় ভয়ভীতি দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের পূর্ব রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগে প্রতিবেশী যুবক রিপন আহমেদকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীকে বাড়িতে একা রেখে গতকাল শনিবার তাঁর বাবা কাজে যান এবং মা তাঁর বাবার বাড়িতে ঘুরতে যান। এ সময় মেয়েটিকে বাড়িতে একা পেয়ে রিপন তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়। পরে তাঁর বাবা-মা বাড়িতে ফিরলে সে ঘটনাটি তাঁদের জানায়। 

এ ঘটনায় গতকাল শনিবারই মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করে থানা-পুলিশ। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ রোববার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়। 

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া মামলা সংক্রান্ত যাবতীয় কার্যাবলি সম্পন্ন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত