নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে, গত শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় মাহিকে নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে মাহি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এর জের ধরে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি মাহিয়া মাহির।
আজ রোববার দুপুরে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় গণসংযোগে গিয়ে মাহি সাংবাদিকদের বলেন, ‘গত শুক্রবার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমার প্রচারণায় বাধা দিয়েছেন। এর জের ধরে আমার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা পুড়িয়ে দেওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন।’
তিনি বলেন, ‘এভাবে নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া প্রার্থীর টাকার ক্ষতি। তার চেয়েও বড় ক্ষতি হচ্ছে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয়ে পড়ছেন। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমার লোকজন ইতিমধ্যে থানায় গিয়েছেন মামলা করতে। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের এ ঘটনাটি থানায় মামলা হওয়ার যোগ্য। প্রার্থীর পক্ষে দুজন মামলা করতে এসেছেন। মামলা নেওয়া হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ আসনের টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এ ছাড়া এ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়াসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে, গত শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় মাহিকে নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে মাহি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এর জের ধরে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি মাহিয়া মাহির।
আজ রোববার দুপুরে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় গণসংযোগে গিয়ে মাহি সাংবাদিকদের বলেন, ‘গত শুক্রবার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমার প্রচারণায় বাধা দিয়েছেন। এর জের ধরে আমার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা পুড়িয়ে দেওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন।’
তিনি বলেন, ‘এভাবে নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া প্রার্থীর টাকার ক্ষতি। তার চেয়েও বড় ক্ষতি হচ্ছে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয়ে পড়ছেন। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমার লোকজন ইতিমধ্যে থানায় গিয়েছেন মামলা করতে। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের এ ঘটনাটি থানায় মামলা হওয়ার যোগ্য। প্রার্থীর পক্ষে দুজন মামলা করতে এসেছেন। মামলা নেওয়া হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ আসনের টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এ ছাড়া এ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়াসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩২ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪২ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে