Ajker Patrika

পাবনায় ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ, আটক ২৩

পাবনা প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১০: ৩৪
পাবনায় ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ, আটক ২৩

পাবনার বেড়ায় ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকগুলোর চালক ও তাঁদের সহকারীসহ ২৩ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাজীরহাট ফেরিঘাট এলাকা থেকে চিনিবোঝাই ট্রাকসহ তাঁদের আটক করা হয়।

পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজীরহাট ঘাটে এলে ডিবি পুলিশ আটক করে। এ সময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্দ এবং ২৩ জনকে আটক করা হয়।

এসপি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে। এসব ট্রাকে অন্তত ২৪২ মেট্রিক টন চিনি রয়েছে বলে তিনি জানান।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এসব চিনি সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে কাজীরহাট ঘাটে অবস্থান নিয়েছিল জেলা গোয়েন্দা পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত