শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দোতলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার বাদী হয়ে বিহার ইউপির চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে প্রকল্প বিভাজনের জন্য উপজেলা পরিষদে স্টেট রিলিফ (টি. আর), এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় নারী ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারও উপস্থিত ছিলেন।
এ সময় প্রকল্প নিয়ে কথাবার্তা শুরু হলে বরাদ্দের ভাগ বাঁটোয়ারা নিয়ে ফাহিমা আক্তারের সঙ্গে বিহার ইউপির চেয়ারম্যান মহিদুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সভা শেষে ভাইস চেয়ারম্যান প্রকল্প কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে গেলে ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যানকে এলোপাতাড়িভাবে মারপিট করে পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন। এ সময় ইউপি চেয়ারম্যানের সঙ্গে তাঁর সঙ্গী পলাশসহ আরও ৪-৫ জন ছিলেন। তাঁরা অস্ত্র বের করে প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার পর বিকেল ৫টা থেকে তিনি ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে থানার গেটে অবস্থান নেন। বিয়ষটি জানার পর রাত পৌনে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এসে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেন।
ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার বলেন, ‘মহিদুল ইসলাম ও তাঁর লোকজন আমাকে মারপিট করে শ্লীলতাহানি করেছে। এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে।’
এ প্রসঙ্গে বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, ‘সভায় ভাইস চেয়ারম্যান ফাহিমা ইউপি চেয়ারম্যানদের কাছে চাঁদা হিসেবে অতিরিক্ত বরাদ্দ দাবি করেন। ইউপি চেয়ারম্যানরা তা দিতে অস্বীকার করায় তিনি সবাইকে গালিগালাজ করেন। এতে চেয়ারম্যানদের সম্মানহানি হওয়ায় তাঁকে ধমক দেওয়া হয়েছে। মারপিট বা শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি। তিনি মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা বলেন, ‘আমার কক্ষের বাইরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা দেখছি।’
ইউএনও বলেন, ‘ঘটনার পর ভাইস চেয়ারম্যান থানা গেটে অবস্থান নিয়েছেন এমন সংবাদ শুনে রাতেই থানা গেটে গিয়ে তাঁকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দোতলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার বাদী হয়ে বিহার ইউপির চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে প্রকল্প বিভাজনের জন্য উপজেলা পরিষদে স্টেট রিলিফ (টি. আর), এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় নারী ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারও উপস্থিত ছিলেন।
এ সময় প্রকল্প নিয়ে কথাবার্তা শুরু হলে বরাদ্দের ভাগ বাঁটোয়ারা নিয়ে ফাহিমা আক্তারের সঙ্গে বিহার ইউপির চেয়ারম্যান মহিদুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সভা শেষে ভাইস চেয়ারম্যান প্রকল্প কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে গেলে ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যানকে এলোপাতাড়িভাবে মারপিট করে পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন। এ সময় ইউপি চেয়ারম্যানের সঙ্গে তাঁর সঙ্গী পলাশসহ আরও ৪-৫ জন ছিলেন। তাঁরা অস্ত্র বের করে প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার পর বিকেল ৫টা থেকে তিনি ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে থানার গেটে অবস্থান নেন। বিয়ষটি জানার পর রাত পৌনে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এসে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেন।
ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার বলেন, ‘মহিদুল ইসলাম ও তাঁর লোকজন আমাকে মারপিট করে শ্লীলতাহানি করেছে। এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে।’
এ প্রসঙ্গে বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, ‘সভায় ভাইস চেয়ারম্যান ফাহিমা ইউপি চেয়ারম্যানদের কাছে চাঁদা হিসেবে অতিরিক্ত বরাদ্দ দাবি করেন। ইউপি চেয়ারম্যানরা তা দিতে অস্বীকার করায় তিনি সবাইকে গালিগালাজ করেন। এতে চেয়ারম্যানদের সম্মানহানি হওয়ায় তাঁকে ধমক দেওয়া হয়েছে। মারপিট বা শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি। তিনি মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা বলেন, ‘আমার কক্ষের বাইরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা দেখছি।’
ইউএনও বলেন, ‘ঘটনার পর ভাইস চেয়ারম্যান থানা গেটে অবস্থান নিয়েছেন এমন সংবাদ শুনে রাতেই থানা গেটে গিয়ে তাঁকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গাইবান্ধায় জামিনে মুক্তির পর আওয়ামী লীগের এক নেতাকে জেলা কারাগারের ফটকের সামনে থেকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর শহরের নতুন বাজার মহুরীপাড়ার (বিহারি পট্টি) মতিন মিয়ার ছেলে।
১৪ মিনিট আগেসুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা দেখিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধদিবস বন্ধ রয়েছে। আজ আপিল বিভাগের বিচারকাজ বেলা ১১টা পর্যন্ত চলে। আর হাইকোর্ট বিভাগের বিচারকাজ দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।
২২ মিনিট আগেইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে আজ সোমবার চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করা হয়েছে। কর্মসূচি ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
৩৫ মিনিট আগেফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ঘটনায় সালিস বৈঠকের প্রধান দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি।
১ ঘণ্টা আগে