রাবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করে নগরীর দুই থানার পুলিশ। শিক্ষার্থী আটকের খবর জানাজানি হলে বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা থানায় ছুটে যান। থানায় আটকদের না ছাড়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে জানান তাঁরা। পরে গতকাল রাত ১টার দিকে নগরীর মতিহার থানা থেকে আটকদের মধ্যে তিন শিক্ষার্থীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর ছাড়াতে সক্ষম হন শিক্ষকেরা।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী আদালতের মূল ফটকের সামনে থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ডাক দেন। তবে, পথে পুলিশের বাধার কথা চিন্তা করে তাঁরা কর্মসূচি পরিবর্তন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে যাত্রা শুরুর ঘোষণা দেন। এই কর্মসূচিতে অংশ নিতে আসার সন্দেহে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে থেকে, আরেকজনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আটক করে মতিহার থানার পুলিশ।
আটকেরা হলেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ সামিউল বাসিত, মাজেদ হাসান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম। শিক্ষকদের সঙ্গে দীর্ঘ আলাপের পর রাত ১টার দিকে শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ।
এদিকে, শিক্ষার্থীদের রাজশাহী আদালতের প্রধান ফটকের সামনে ডাকা কর্মসূচির কারণে আদালত এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়। ফলে আন্দোলনকারীরা নির্ধারিত স্থানে ভিড়তে পারেননি। গতকাল দুপুর সোয়া ২টার দিকে আদালত এলাকার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার গলিতে কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ও শটগানের পাঁচ রাউন্ড গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এলোমেলোভাবে কয়েকজন আদালত এলাকায় প্রবেশ করলে তাঁদের আটক করে পুলিশ। নগরীর রাজপাড়া থানার পুলিশ এই এলাকা থেকে ১০ জন শিক্ষার্থীকে আটক করে। তাঁদের মধ্যে দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে নগরের মহিষবাথান এলাকা থেকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত হাসান এবং আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রত্যয়কে আটক করা হয়। তাঁদের মধ্যে প্রত্যয়কে রাজপাড়া থানার পুলিশ, রিফাত হাসানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তাঁদের ছাড়াতেও শিক্ষকেরা বিকেলে থানায় উপস্থিত হন। তবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের ছাড়া হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করে নগরীর দুই থানার পুলিশ। শিক্ষার্থী আটকের খবর জানাজানি হলে বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা থানায় ছুটে যান। থানায় আটকদের না ছাড়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে জানান তাঁরা। পরে গতকাল রাত ১টার দিকে নগরীর মতিহার থানা থেকে আটকদের মধ্যে তিন শিক্ষার্থীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর ছাড়াতে সক্ষম হন শিক্ষকেরা।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী আদালতের মূল ফটকের সামনে থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ডাক দেন। তবে, পথে পুলিশের বাধার কথা চিন্তা করে তাঁরা কর্মসূচি পরিবর্তন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে যাত্রা শুরুর ঘোষণা দেন। এই কর্মসূচিতে অংশ নিতে আসার সন্দেহে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে থেকে, আরেকজনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আটক করে মতিহার থানার পুলিশ।
আটকেরা হলেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ সামিউল বাসিত, মাজেদ হাসান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম। শিক্ষকদের সঙ্গে দীর্ঘ আলাপের পর রাত ১টার দিকে শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ।
এদিকে, শিক্ষার্থীদের রাজশাহী আদালতের প্রধান ফটকের সামনে ডাকা কর্মসূচির কারণে আদালত এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়। ফলে আন্দোলনকারীরা নির্ধারিত স্থানে ভিড়তে পারেননি। গতকাল দুপুর সোয়া ২টার দিকে আদালত এলাকার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার গলিতে কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ও শটগানের পাঁচ রাউন্ড গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এলোমেলোভাবে কয়েকজন আদালত এলাকায় প্রবেশ করলে তাঁদের আটক করে পুলিশ। নগরীর রাজপাড়া থানার পুলিশ এই এলাকা থেকে ১০ জন শিক্ষার্থীকে আটক করে। তাঁদের মধ্যে দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে নগরের মহিষবাথান এলাকা থেকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত হাসান এবং আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রত্যয়কে আটক করা হয়। তাঁদের মধ্যে প্রত্যয়কে রাজপাড়া থানার পুলিশ, রিফাত হাসানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তাঁদের ছাড়াতেও শিক্ষকেরা বিকেলে থানায় উপস্থিত হন। তবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের ছাড়া হয়নি।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
২ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে