Ajker Patrika

আটক ৩ শিক্ষার্থীকে মুক্ত করলেন রাবি শিক্ষকেরা

রাবি প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৩: ০৩
আটক ৩ শিক্ষার্থীকে মুক্ত করলেন রাবি শিক্ষকেরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করে নগরীর দুই থানার পুলিশ। শিক্ষার্থী আটকের খবর জানাজানি হলে বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা থানায় ছুটে যান। থানায় আটকদের না ছাড়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে জানান তাঁরা। পরে গতকাল রাত ১টার দিকে নগরীর মতিহার থানা থেকে আটকদের মধ্যে তিন শিক্ষার্থীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর ছাড়াতে সক্ষম হন শিক্ষকেরা। 

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী আদালতের মূল ফটকের সামনে থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ডাক দেন। তবে, পথে পুলিশের বাধার কথা চিন্তা করে তাঁরা কর্মসূচি পরিবর্তন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে যাত্রা শুরুর ঘোষণা দেন। এই কর্মসূচিতে অংশ নিতে আসার সন্দেহে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে থেকে, আরেকজনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আটক করে মতিহার থানার পুলিশ। 

আটকেরা হলেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ সামিউল বাসিত, মাজেদ হাসান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম। শিক্ষকদের সঙ্গে দীর্ঘ আলাপের পর রাত ১টার দিকে শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ। 

এদিকে, শিক্ষার্থীদের রাজশাহী আদালতের প্রধান ফটকের সামনে ডাকা কর্মসূচির কারণে আদালত এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়। ফলে আন্দোলনকারীরা নির্ধারিত স্থানে ভিড়তে পারেননি। গতকাল দুপুর সোয়া ২টার দিকে আদালত এলাকার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার গলিতে কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ও শটগানের পাঁচ রাউন্ড গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এলোমেলোভাবে কয়েকজন আদালত এলাকায় প্রবেশ করলে তাঁদের আটক করে পুলিশ। নগরীর রাজপাড়া থানার পুলিশ এই এলাকা থেকে ১০ জন শিক্ষার্থীকে আটক করে। তাঁদের মধ্যে দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে নগরের মহিষবাথান এলাকা থেকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত হাসান এবং আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রত্যয়কে আটক করা হয়। তাঁদের মধ্যে প্রত্যয়কে রাজপাড়া থানার পুলিশ, রিফাত হাসানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তাঁদের ছাড়াতেও শিক্ষকেরা বিকেলে থানায় উপস্থিত হন। তবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের ছাড়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত