Ajker Patrika

জেলেদের প্রকল্পের অর্ধেক টাকা কর্মকর্তাদের পকেটে

রিমন রহমান, রাজশাহী
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৩
জেলেদের প্রকল্পের অর্ধেক টাকা কর্মকর্তাদের পকেটে

একজন জেলের জন্য বরাদ্দ ২০ হাজার টাকা। এই টাকায় কাউকে একটি রিকশাভ্যান, আবার কাউকে কিনে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন। সহায়তাপ্রাপ্তরা বলছেন, যে ভ্যান তাঁরা পেয়েছেন, বাজারে তার দাম সর্বোচ্চ ১০ হাজার টাকা। আর সেলাই মেশিনের দাম ৫ থেকে ৬ হাজার টাকা। তাহলে বাকি টাকা গেল কোথায়? এই প্রশ্নের স্বচ্ছ কোনো উত্তর মিলছে না ‘রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের ব্যয়ের ক্ষেত্রে।  

৪৭ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য কর্মকর্তারা প্রকল্পটির দায়িত্বে আছেন। প্রকল্পের আওতায় কয়েক ধরনের কাজের পাশাপাশি দুই হাজার জন জেলেকে বিকল্প আয়বর্ধক কর্মসূচির আওতায় আনা হচ্ছে। ২০১৯ সালের জানুয়ারিতে প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয়েছে। শেষ হবে ২০২২ সালের ডিসেম্বরে। রাজশাহী বিভাগের ৮ জেলার ৬৫টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এর আওতায় ইতিমধ্যে প্রায় ১ হাজার ১০০ জন নিবন্ধিত জেলেকে সহায়তা দেওয়া হয়েছে।

প্রকল্পের নীতিমালায় বলা আছে, জেলেদের একটি রিকশা বা ভ্যান, চারটি ছাগল, ৮০টি হাঁস বা মুরগি, ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ টাকা বা অন্য কোনো খাতে একজন জেলের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ দিতে হবে। একজন জেলে যেকোনো একটি আইটেম পাবেন। খোঁজ নিয়ে দেখা গেছে,  প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে সবচেয়ে বেশি বিতরণ করা হচ্ছে ভ্যান ও সেলাই মেশিন। তবে দু-একটি উপজেলায় ছাগল বিতরণের কথাও জানা গেছে। চারটি ছাগলের জন্য প্রায় ২০ হাজার টাকা ব্যয় হলেও ভ্যান ও সেলাই মেশিনের দাম অনেক কম। অভিযোগ উঠেছে, বরাদ্দের অর্ধেক টাকায় জেলেদের রিকশা-ভ্যান কিংবা সেলাই মেশিন কিনে দিয়ে বাকি টাকা আত্মসাৎ করছেন মৎস্য কর্মকর্তারা।

রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গনের পূর্ব ঝিকড়া গ্রামের জেলে সুরেশ চন্দ্র বিশ্বাস সম্প্রতি একটি পায়ে টানা ভ্যান পেয়েছেন। তাঁর জেলে শ্রীপদ হালদার ভ্যানটি চালান। তিনি বলেন, ভ্যানটির দাম হতে পারে ৭ থেকে ৮ হাজার টাকা। আরও যাঁরা ভ্যান কিনে চালাচ্ছেন, তাঁদের কাছেই তিনি ভ্যানের এমন দাম শুনেছেন। তবে এই ভ্যানের জন্য মৎস্য বিভাগের বরাদ্দ কত, সেটি তিনি জানেন না।

চারঘাটের পলাশবাড়ি গ্রামের জেলে গোপাল চন্দ্র হালদারও একটি ভ্যান পেয়েছেন। তাঁর ছেলে হৃদয় কুমার বলেন, পায়ে টানা এ ভ্যানের দাম হতে পারে সর্বোচ্চ ১০ হাজার টাকা।

রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের জেলে মো. নেছারত পেয়েছেন সেলাই মেশিন। তিনি জানান, সেলাই মেশিনের সঙ্গে অল্প কিছু কাপড় আর সুতা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে দাম হতে পারে ৮ হাজার টাকা। বরাদ্দ ২০ হাজার টাকা ছিল শুনে নেছারত বলেন, ‘অর্ধেক টাকাই তাহলে অফিসারদের পকেটে।’

এ বিষয়ে জানতে চাইলে প্রকল্পের পরিচালক কামরুল হাসান বলেন, বাজারে ভ্যানের দাম কত, তা তিনি জানেন না। তবে সেলাই মেশিনের সঙ্গে কাপড়ও দেওয়া হয়েছিল। সে কারণে খরচ ২০ হাজার টাকার মতোই পড়েছে। তবে রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের জেলে মো. মাহাবুল জানান, যে সেলাই মেশিন তিনি পেয়েছেন, বাজারে সেটির দাম ৫ থেকে ৬ হাজার টাকা। আর কাপড়গুলোর দাম ২ হাজার টাকাও হবে না।

যদিও বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামের দাবি, ভ্যান এবং সেলাই মেশিন ও কাপড়-সুতা কিনে প্রত্যেক জেলের পেছনে ২০ হাজার টাকাই খরচ করা হয়েছে।

এদিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ৪০ জন জেলেকে চারটি করে ছাগল দেওয়া হয়েছে। সহায়তাপ্রাপ্ত কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের ধারণা এসব ছাগলের দাম ১৪ থেকে ১৮ হাজার টাকা হতে পারে।

ভ্যান ও সেলাই মেশিনের অস্বাভাবিক মূল্য ধরার বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক কামরুল ইসলাম বলেছেন, প্রত্যেক জেলের বরাদ্দের ২০ হাজার টাকার বিপরীতে ভ্যাট বাবদ কিছু টাকা কাটা গেছে। বাকি টাকায় সেলাই মেশিন, ভ্যান বা ছাগল দেওয়া হয়েছে।

উপজেলা পর্যায়ে প্রকল্পটি তদারকি করছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাঁরা বলছেন, এই বরাদ্দ বিতরণে অনিয়মের কোনো সুযোগ নেই।

জানতে চাইলে রাজশাহীর মোহনপুরের ইউএনও মো. সানওয়ার হোসেন বলেন, ‘এটা তো মৎস্য অফিসের কাজ। তারাই ভালো বলতে পারবে। আমি কিছু জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত