নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে রাস্তায় যানবাহন আটকে ছিনতাইয়ের ঘটনায় নাজমুল হক (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। তিনি মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের বাসিন্দা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার ব্যবসায়ী আল আমিন তাঁর ব্যবসায়িক পার্টনারকে মোটরসাইকেলে করে বাড়ি নামিয়ে দিয়ে ফিরছিলেন। পথে শাবুলা পুকুর এলাকায় রাস্তায় রশি ধরে মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় তিন-চার মিলে তাঁর গলায় ছুরি ধরে জঙ্গলের ভেতর নিয়ে হাত-পা বেঁধে রেখে পকেটে থাকা ৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ আরও জানায়, একই কায়দায় ছিনতাইয়ের শিকার একজন হাত বাঁধা অবস্থায় পালিয়ে গিয়ে স্থানীয় লোকজনকে ঘটনা জানায়। তারা এসে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে। এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে ধরে ফেলে। তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী আল আমিন বলেন, ‘রাস্তায় এমন ঘটনা ঘটবে, চিন্তাই করতে পারিনি। হাত-পা বেঁধে ফেলায় কিছুই করতে পারছিলাম না। স্থানীয়রা আসার পর মোটরসাইকেল রেখেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নওগাঁর নিয়ামতপুরে রাস্তায় যানবাহন আটকে ছিনতাইয়ের ঘটনায় নাজমুল হক (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। তিনি মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের বাসিন্দা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার ব্যবসায়ী আল আমিন তাঁর ব্যবসায়িক পার্টনারকে মোটরসাইকেলে করে বাড়ি নামিয়ে দিয়ে ফিরছিলেন। পথে শাবুলা পুকুর এলাকায় রাস্তায় রশি ধরে মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় তিন-চার মিলে তাঁর গলায় ছুরি ধরে জঙ্গলের ভেতর নিয়ে হাত-পা বেঁধে রেখে পকেটে থাকা ৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ আরও জানায়, একই কায়দায় ছিনতাইয়ের শিকার একজন হাত বাঁধা অবস্থায় পালিয়ে গিয়ে স্থানীয় লোকজনকে ঘটনা জানায়। তারা এসে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে। এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে ধরে ফেলে। তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী আল আমিন বলেন, ‘রাস্তায় এমন ঘটনা ঘটবে, চিন্তাই করতে পারিনি। হাত-পা বেঁধে ফেলায় কিছুই করতে পারছিলাম না। স্থানীয়রা আসার পর মোটরসাইকেল রেখেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১৩ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
১৮ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২৩ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
২৮ মিনিট আগে