নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় এক কিশোরীকে গলাটিপে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন।
আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত যুবকের নাম—শাহাদত হোসেন (৩০)। তিনি সিংড়া উপজেলার দেওগাছা উত্তর পাড়া গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে।
রেশমী (১৬) নামের এক কিশোরীকে শ্লীলতাহানিতে ব্যর্থ হয়ে গলাটিপে হত্যা করেন তিনি।
এ বিষয়ে নাটোর জেলা জজ কোর্টের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান জানান, ২০১৯ সালের ৪ আগস্ট দুপুরে ভুক্তভোগী কিশোরীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির উদ্দেশে জড়িয়ে ধরেন শাহাদাত। রেশমী নিজেকে ছাড়িয়ে নিয়ে বিষয়টি তার বাবা-মাকে বলে দেবে বলে জানায়। এ সময় শাহাদাত ভয় পেয়ে ওই কিশোরীকে গলা টিপে হত্যা করে এবং বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন।
বিষয়টি টের পেয়ে শাহাদাত হোসেনকে ধাওয়া করে ধরে ফেলে গ্রামবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। ওই দিন বিকেলে ভুক্তভোগীর মা সোনাভান বিবি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক এ রায় দেন।
নাটোরের সিংড়ায় এক কিশোরীকে গলাটিপে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন।
আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্ত যুবকের নাম—শাহাদত হোসেন (৩০)। তিনি সিংড়া উপজেলার দেওগাছা উত্তর পাড়া গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে।
রেশমী (১৬) নামের এক কিশোরীকে শ্লীলতাহানিতে ব্যর্থ হয়ে গলাটিপে হত্যা করেন তিনি।
এ বিষয়ে নাটোর জেলা জজ কোর্টের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান জানান, ২০১৯ সালের ৪ আগস্ট দুপুরে ভুক্তভোগী কিশোরীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির উদ্দেশে জড়িয়ে ধরেন শাহাদাত। রেশমী নিজেকে ছাড়িয়ে নিয়ে বিষয়টি তার বাবা-মাকে বলে দেবে বলে জানায়। এ সময় শাহাদাত ভয় পেয়ে ওই কিশোরীকে গলা টিপে হত্যা করে এবং বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন।
বিষয়টি টের পেয়ে শাহাদাত হোসেনকে ধাওয়া করে ধরে ফেলে গ্রামবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। ওই দিন বিকেলে ভুক্তভোগীর মা সোনাভান বিবি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক এ রায় দেন।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার, তাঁর মা মনোয়ারা সিকদারসহ তাঁদের পরিবারের সদস্যদের নামে থাকা ২০৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ১৪টি বিদেশি ব্যাংকের হিসাব। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৪ মিনিট আগেপুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
১০ মিনিট আগেগবাদিপশুর হাট ইজারায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট ইজারায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে আজ বুধবার বেলা ১১টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক রুবেল হাসান।
১৬ মিনিট আগেবিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সংস্কার যেটুকু প্রয়োজন, দ্রুত সেরে ফেলে নির্বাচন দেন। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায়দায়িত্ব যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদেরই নিতে হবে।’ জেলার খবর, তাড়াইল, কিশোরগঞ্জ, ঢাকা বিভাগ, বিএনপি, সম্মেলন, জাতীয় নির্বাচন
১৭ মিনিট আগে