Ajker Patrika

২৭ মে নাটোর বিএনপি কার্যালয়ের সামনে আ.লীগের সমাবেশের ঘোষণা

নাটোর প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৩, ২২: ৪৭
২৭ মে নাটোর বিএনপি কার্যালয়ের সামনে আ.লীগের সমাবেশের ঘোষণা

২৭ মে নাটোর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে নাটোর জেলা আওয়ামী লীগ। ওই দিন জেলার প্রতিটি উপজেলা থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের নাটোর শহরে অবস্থান করতে বলা হয়েছে। ওই দিন বিএনপির কোনো নেতা-কর্মীকে রাস্তায় নামতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। 

আজ সোমবার বিকেলে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। 

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাটোর পৌর মেয়র উমা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, চিত্তরঞ্জন সাহা, অ্যাডভোকেট মালেক শেখ, সাংগঠনিক সম্পাদক এমরান সোনার, ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন প্রমুখ। 

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘শেখ হাসিনা কোটি জনতার আবেগ ও ভালোবাসার জায়গা। তাঁকে কেউ হত্যার হুমকি দিলে এ দেশের মানুষ ঘরে বসে থাকবে না। বিএনপিকে নাটোরে আর কোনো দলীয় কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। বিএনপিকে প্রতিরোধে এখন থেকে নাটোরের রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ।’ 

এর আগে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত