দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের (ঈগল) নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গাপুর পৌর শহরের সিংগা বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও আশপাশের মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেতাকর্মীরা নির্বাচনী প্রচার অফিস ও বাইরের চা স্টলগুলোতে অবস্থান করছিলেন। এ সময় দুর্গাপুর সদর থেকে শিব রোডে একটি মোটরসাইকেল যোগে তিনজন যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ বলেন, ‘নৌকার প্রার্থীর ইন্ধনে তাঁর লোকজন আমাদের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের নির্বাচনী প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করেছেন। তাঁরা স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের গণজোয়ার দেখে দিশেহারা হয়ে পড়েছে।’
দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয়ভীতি দেখাতে একটি পক্ষ আমাদের প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচার অফিসে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ দ্বারা। আর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান জেলা যুবলীগের সাবেক সহসভাপতি।
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের (ঈগল) নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গাপুর পৌর শহরের সিংগা বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও আশপাশের মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেতাকর্মীরা নির্বাচনী প্রচার অফিস ও বাইরের চা স্টলগুলোতে অবস্থান করছিলেন। এ সময় দুর্গাপুর সদর থেকে শিব রোডে একটি মোটরসাইকেল যোগে তিনজন যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ বলেন, ‘নৌকার প্রার্থীর ইন্ধনে তাঁর লোকজন আমাদের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের নির্বাচনী প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করেছেন। তাঁরা স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের গণজোয়ার দেখে দিশেহারা হয়ে পড়েছে।’
দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয়ভীতি দেখাতে একটি পক্ষ আমাদের প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচার অফিসে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ দ্বারা। আর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান জেলা যুবলীগের সাবেক সহসভাপতি।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১১ ঘণ্টা আগে