Ajker Patrika

পুঠিয়ায় ৭ দিনেও খোঁজ মেলেনি বৃদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
পুঠিয়ায় ৭ দিনেও খোঁজ মেলেনি বৃদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় এক সপ্তাহ থেকে সেরজান বেওয়া (৯৩) নামের এক বৃদ্ধা নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ৭ দিন পর সোমবার তার ছেলে পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ সেরজান উপজেলার ভাঁড়রা গ্রামের মৃত নুর আলীর স্ত্রী।

গত ১৪ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে হাঁটাহাঁটি করতে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির করেও পাওয়া যায়নি।

নিখোঁজের ছেলে জিল্লুর রহমান বলেন, বার্ধক্যজনিত কারণে মায়ের স্মরণশক্তি কমে গেছে। এ ছাড়া এখন তিনি কোনো কিছু মনে রাখতে পারে না। নিখোঁজ হওয়ার সময় মায়ের পরনে সবুজ রঙের শাড়ি ছিল।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, সেরজান বেওয়া নামের ওই মহিলা নিখোঁজ হওয়ায় বিষয়ে তার ছেলে থানায় একটি জিডি করেছে। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত