Ajker Patrika

অপহরণ করে হত্যা মামলার দেড় মাস পর জীবিত ফিরলেন হোটেলশ্রমিক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৯: ১৩
অপহরণ করে হত্যা মামলার দেড় মাস পর জীবিত ফিরলেন হোটেলশ্রমিক

নওগাঁর মান্দায় এক হোটেলশ্রমিককে অপহরণের পর হত্যা ও লাশ গুম করা হয়েছে বলে হোটেলমালিকসহ আরও দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন নিখোঁজ শ্রমিকের বাবা। পরে ওই শ্রমিককে ঢাকা থেকে জীবিত উদ্ধার করে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ওই যুবকের জবানবন্দি রেকর্ডের জন্য নওগাঁ আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল ঢাকার দারুস সালাম থানা এলাকার নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই যুবকের নাম কাওসার আলী (১৮)। উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি বানিসর (কালিতলা) বাজারে সোহাগ বাবুর হোটেলে শ্রমিকের কাজ করতেন।

থানা-পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সোহাগ বাবুর হোটেল থেকে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান কাওসার আলী। ঘটনায় হোটেলমালিক সোহাগ বাবুর বিরুদ্ধে কাওসারকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে গত ২৯ মার্চ নওগাঁ আদালতে মামলা করেন তাঁর বাবা আজিম উদ্দিন। মামলায় হোটেলের দুই কর্মচারীকেও আসামি করা হয়।

এ বিষয়ে হোটেলমালিক সোহাগ বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বানিসর বাজারে দীর্ঘদিন ধরে আমি হোটেল ব্যবসা করে আসছি। এ দোকানে কাওসার আলী বয়ের কাজ করে। গত ১ জানুয়ারি সকালে কাওসার ক্যাশবাক্সের তালা ভেঙে ৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং টাকা পরে দেবে বলে জানায়। এরপর থেকে সে নিরুদ্দেশ হয়।’

হোটেলমালিক সোহাগ বাবু আরও বলেন, ‘ঘটনার পর কাওসারের বাবা আজিম উদ্দিন আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকার করায় ছেলে কাওসারকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেন।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ডভুক্ত করে তদন্তভার দেওয়া হয় এসআই সুব্রত কুমারকে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগী কাওসারকে রাজধানীর মিরপুর এলাকার একটি হোটেল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, ভুক্তভোগী কাওসারের জবানবন্দি রেকর্ডের জন্য আজ মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত