Ajker Patrika

সাঁথিয়ায় হাট বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
সাঁথিয়ায় হাট বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলস্টেশনে হাট বন্ধ করে দিয়েছেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম। আজ রোববার সকাল ৮টার দিকে তিনি মাইকিং করে দোকানপাঠ উচ্ছেদসহ হাট বন্ধ করেন।

জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর ও আশপাশের কয়েক গ্রামের লোক মিলিত হয়ে রাজাপুর রেলস্টেশনে প্রতি সপ্তাহের বুধবার ও রোববার হাট বসানোর সিদ্ধান্ত নেন।

সেই মোতাবেক আজ রোববার ভোর থেকে পেঁয়াজ, রসুন, আলু, মরিচসহ বিভিন্ন পণ্যের হাট বসে। সংবাদ পেয়ে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম পুলিশসহ উপস্থিত হয়ে উক্ত হাট ভেঙে দেন। মাইকিং করে আরও বলেন, ‘সরকারি নির্দেশনা ছাড়া ভবিষ্যতে হাট বসানো যাবে না।’

ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু বলেন, ‘স্থানীয়রা উদ্যোগ নিয়ে হাট বসিয়েছেন। তারা সরকারি নিয়ম মেনে জমি লিখে দিয়ে হাট বসাবে। এখানে রেল স্টেশন ও পাবনা-ঢাকা মহাসড়কের পাশে অনেক বিস্তর জায়গায় জনগণের সুবিধার্থে হাট হতে পারে।’

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম বলেন, ‘ইজারা ছাড়া কোনো হাট বসানো যাবে না। হাট বসাতে হলে জমি সরকারের নামে লিখে দিয়ে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ইজারাদার নিয়োগ দিয়ে হাট বসাতে হবে। সরকসরি নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত