Ajker Patrika

‘চোর’ সন্দেহে রাবির ছাত্রী হল থেকে বহিরাগত তরুণী আটক

রাবি প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ২০: ২৫
‘চোর’ সন্দেহে রাবির ছাত্রী হল থেকে বহিরাগত তরুণী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক ছাত্রী হল থেকে চোর সন্দেহে এক নারীকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাঁর কাছ থেকে বেশ কিছু চাবি জব্দ করে পুলিশ। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল থেকে তাঁকে আটক করা হয়। 

আটক নারীর নাম শ্রাবণী আক্তার (২০)। তিনি নাটোরের সিংড়া উপজেলার মমিনপুর গ্রামের ওসমান আলীর মেয়ে। 

হল সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ভুয়া পরিচয় দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে প্রবেশ করেন শ্রাবণী নামের ওই তরুণী। পরে তিনি হলের ভেতরে গিয়ে বিভিন্ন কক্ষে উঁকি দিতে থাকেন। এতে ওই হলের আবাসিক ছাত্রীরা তাঁকে দেখে সন্দেহ হওয়ায় আটক করে। পরে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে প্রাধ্যক্ষকে খবর দেয় শিক্ষার্থীরা। প্রাধ্যক্ষ আসলে আটক শ্রাবণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু চাবি জব্দ করে পুলিশ। 

এ বিষয়ে বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ ফারজানা কাইয়ুম কেয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আটক নারী হলের বিভিন্ন ফ্লোরে এলোমেলোভাবে ঘুরতে থাকে। মেয়েরা অপরিচিত দেখে সন্দেহ করে আটক করে আমাকে খবর দেয়। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘ওই নারীকে হল প্রশাসন আমাদের কাছে হস্তান্তর করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত