Ajker Patrika

শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১২: ১৯
শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ 

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী-রাণীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মোটরসাইকেলচালক উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরত আলীর ছেলে মো. বেলাল হোসেন (৫২) ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২)। 

স্থানীয়রা জানান, নিহত ফজর আলী রাতে চান্দাইকোনা এসে বাড়ি ফেরার জন্য মো. বেলাল হোসেনের মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে জামনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। এ সময় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ তাঁদের স্বজনেরা নিয়ে গেছেন। অজ্ঞাত পরিবহনটি শনাক্ত করা সম্ভব হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত