Ajker Patrika

পীরের মুরিদ হতে গিয়ে মানসিক রোগী হলেন যুবক 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৬: ৫৫
পীরের মুরিদ হতে গিয়ে মানসিক রোগী হলেন যুবক 

রাজশাহীর পুঠিয়ায় পীরের মুরিদ হতে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবক। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা আবুল কালাম। 

আনোয়ার হোসেন পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে আনোয়ার হোসেনের বাবা বলেন, ‘আমার ছেলে গ্রামে গ্রামে ফেরি করে হাঁড়ি-পাতিল বিক্রি করত। সেই সুবাদে গত সেপ্টেম্বর মাসে রংপুরে সাহাবুদ্দীন নামের এক পীরের খবর পায়। ওই পীর আনোয়ারকে মুরিদ করার প্রস্তাব দিলে সে রাজি হয়ে যায়। পরে আমার ছেলে ব্যবসা বন্ধ করে ওই পীরের কাছে চলে যায়।’ 

আনোয়ার হোসেন আরও বলেন, ‘মুরিদ হওয়ার বিষয়টি আনোয়ার মোবাইলে আমাদের জানিয়েছিল। গত সপ্তাহে আমার এলাকার এক ব্যক্তি আনোয়ারকে বগুড়া শহরে পাগলের মতো ঘোরাফেরা করতে দেখলে সেখান থেকে তাঁকে ধরে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর আনোয়ারের পাগলামি আরও বেড়ে যায়। এতে তাঁর অস্বাভাবিক আচরণের কারণে হাত-পা বেঁধে রাখতে হতো। তাই আনোয়ারকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’ 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাব্বির রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, যার কারণে নিদ্রাহীনতায় ভুগছে। এখন তাঁর পরিবারকে রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত