আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
খড়ের গাদার ভেতরে দুই পায়ে দড়ি বাঁধা মানুষের পা দেখে মরদেহ ভেবে জড়ো হন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌরসভার কাউন্সিলর, পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত হয়। ওই খড়ের গাদার আঁটি সরিয়ে দেখা গেল এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর এমন কাণ্ডে এলাকায় তুলকালাম শুরু হয়ে যায়।
এক কৃষকের বাড়ির পাশে খড়ের গাদার ভেতরে দুই পায়ে দড়ি বাঁধা মানুষের পা দেখে লাশ ভেবে জড়ো হয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে সেখানে পৌরসভার কাউন্সিলর, থানা-পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতিতে ওই খড়ের গাদার আঁটি সরিয়ে দেখা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শীত নিবারণের জন্য ওই খড়ের গাদার মধ্যে রাতে শুয়ে ছিলেন।
আজ সোমবার জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পশ্চিম মানিকপাড়া মহল্লায় এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পশ্চিম মানিকপাড়া মহল্লায় কৃষক আনোয়ার হোসেন ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হন। পরে বাড়ির পাশে রাখা খড়ের গাদার আঁটি এলোমেলো দেখে ভাবেন খড় চুরি হয়েছে। পরে তিনি পায়ে দড়ি বাঁধা মানুষের দুটি পা দেখে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা ভাবেন কেউ হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখেছেন। এ খবরে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে খরের আঁটি সরিয়ে দেখেন এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তখন তিনি নড়ে ওঠেন।
কৃষক আনোয়ার হোসেন বলেন, খড়ের গাদার দড়ি বাঁধা মানুষের পা দেখে মনে করেছিলাম এখানে লাশ রয়েছে। পরে স্থানীয়রা জড়ো হন। পুলিশ ও প্রশাসন আসে। খড় সরিয়ে দেখা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে। শীত নিবারণের জন্য রাতে খড়ের গাদার ওপর শুয়ে খড়ের আঁটি দিয়ে নিজের পুরো শরীর ঢেকে রেখেছিলেন তিনি।
স্থানীয় কাউন্সিলর মেজবাউল সরদার গবু বলেন, সকালে খবর আসে খড়ের পালার মধ্যে লাশ বের হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি মানুষের দুটি পা দেখা যাচ্ছে। ধারণা করেছিলাম মৃত মানুষের পা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে জানা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সেখানে শুয়েছিল। সে তাঁর নাম পরিচয় কিছুই বলতে পারছিলেন না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘স্থানীয়রা মনে করেছিলেন কেউ মানুষকে মেরে সেখানে ঢেকে রেখেছে। আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। তাঁকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।’
খড়ের গাদার ভেতরে দুই পায়ে দড়ি বাঁধা মানুষের পা দেখে মরদেহ ভেবে জড়ো হন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌরসভার কাউন্সিলর, পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত হয়। ওই খড়ের গাদার আঁটি সরিয়ে দেখা গেল এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর এমন কাণ্ডে এলাকায় তুলকালাম শুরু হয়ে যায়।
এক কৃষকের বাড়ির পাশে খড়ের গাদার ভেতরে দুই পায়ে দড়ি বাঁধা মানুষের পা দেখে লাশ ভেবে জড়ো হয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে সেখানে পৌরসভার কাউন্সিলর, থানা-পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতিতে ওই খড়ের গাদার আঁটি সরিয়ে দেখা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শীত নিবারণের জন্য ওই খড়ের গাদার মধ্যে রাতে শুয়ে ছিলেন।
আজ সোমবার জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পশ্চিম মানিকপাড়া মহল্লায় এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পশ্চিম মানিকপাড়া মহল্লায় কৃষক আনোয়ার হোসেন ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হন। পরে বাড়ির পাশে রাখা খড়ের গাদার আঁটি এলোমেলো দেখে ভাবেন খড় চুরি হয়েছে। পরে তিনি পায়ে দড়ি বাঁধা মানুষের দুটি পা দেখে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা ভাবেন কেউ হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখেছেন। এ খবরে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে খরের আঁটি সরিয়ে দেখেন এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তখন তিনি নড়ে ওঠেন।
কৃষক আনোয়ার হোসেন বলেন, খড়ের গাদার দড়ি বাঁধা মানুষের পা দেখে মনে করেছিলাম এখানে লাশ রয়েছে। পরে স্থানীয়রা জড়ো হন। পুলিশ ও প্রশাসন আসে। খড় সরিয়ে দেখা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে। শীত নিবারণের জন্য রাতে খড়ের গাদার ওপর শুয়ে খড়ের আঁটি দিয়ে নিজের পুরো শরীর ঢেকে রেখেছিলেন তিনি।
স্থানীয় কাউন্সিলর মেজবাউল সরদার গবু বলেন, সকালে খবর আসে খড়ের পালার মধ্যে লাশ বের হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি মানুষের দুটি পা দেখা যাচ্ছে। ধারণা করেছিলাম মৃত মানুষের পা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে জানা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সেখানে শুয়েছিল। সে তাঁর নাম পরিচয় কিছুই বলতে পারছিলেন না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘স্থানীয়রা মনে করেছিলেন কেউ মানুষকে মেরে সেখানে ঢেকে রেখেছে। আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। তাঁকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।’
নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (৪ মে) বিকেলের দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচিতে নিহতের সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা অংশগ্রহণ করেন।
৬ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা ১৮ দিন নানা দাবির পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দেন। পরে এই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এর আগে বেলা ১১টায় উপাচার্য ড. শুচিতা শরমিন সংবাদ সম
১৫ মিনিট আগেলক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। আজ রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। ওই নেতা হলেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেন। তাঁর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা ও খুনের অভিযোগ
২২ মিনিট আগেপানি কখনো মারণাস্ত্র হতে পারে না। পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র ভারত সারা বিশ্বকে দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে তারা কাজটি করতে পারে।
৩১ মিনিট আগে