Ajker Patrika

অগ্নিকাণ্ডে পুরে গেল ৩ দোকানসহ বাড়ি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১২: ৫৬
অগ্নিকাণ্ডে পুরে গেল ৩ দোকানসহ বাড়ি

বগুড়ার শেরপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহত না থাকলেও প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পৌর শহরের বারদুয়ারী হাটখোলায় অগ্নিকাণ্ডটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানের মালিক আব্দুল কুদ্দুস বলেন, ‘দোকানে পলিথিন, রেক্সিন ও প্লাস্টিকের আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকার মালামাল ছিল। এ ছাড়া বাড়ির ভেতরে আরও কয়েক লাখ টাকার আসবাবপত্র ও মালামালের ক্ষতি হয়েছে। এ ঘটনায় পুরো নিঃস্ব হয়ে গেলাম।’ 

ক্ষতিগ্রস্ত অপর এক দোকানের মালিক প্রবীর সরকার বলেন, ‘পাশের দোকানে লাগা আগুন দোকানে ছড়িয়ে পড়লে কিছু মালামাল পুড়ে যায়। পরে অনেক মালামাল বাইরে রাখা হলে সেখান থেকে কয়েক লাখ টাকার মাল চুরি হয়ে গেছে।’ 

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পলিথিন ও প্লাস্টিক থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত