লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে উত্ত্যক্তের অভিযোগে মামলা করায় স্কুলছাত্রীর মা-বাবাকে মারধরের করেছে আসামিরা। গতকাল বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা (৪০) তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন অভিযোগ পাওয়া গেছে। তাঁকে রক্ষায় এগিয়ে গেলে কিশোরীর মাকেও মারধর করা হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের মো. মসলেম উদ্দিন (৪২) ও তাঁর ছেলে মো. রিয়াদ হোসেন (২২)। আজ শুক্রবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. শুভ ইসলাম (২০) নামের এক যুবক ছয় মাস ধরে কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে চার মাস ধরে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এ ঘটনায় গত সোমবার এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মো. শুভ ইসলামকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে আসামি শুভ মেয়েটির পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন।
এর জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেয়ের বাবা তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ ও তাঁর লোকজন হাঁসুয়া, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে পথরোধ করেন। এ সময় তাঁরা হাঁসুয়া দিয়ে কিশোরীর বাবার মাথায় কোপ দেন। একপর্যায়ে কিশোরীর মা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সুরুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীর বাবার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, উত্ত্যক্তের কারণে কোনো ছাত্রীর বিদ্যালয়ে আসা বন্ধ রয়েছে, এমন তথ্য জানা নেই।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাটোরের লালপুরে উত্ত্যক্তের অভিযোগে মামলা করায় স্কুলছাত্রীর মা-বাবাকে মারধরের করেছে আসামিরা। গতকাল বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা (৪০) তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন অভিযোগ পাওয়া গেছে। তাঁকে রক্ষায় এগিয়ে গেলে কিশোরীর মাকেও মারধর করা হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের মো. মসলেম উদ্দিন (৪২) ও তাঁর ছেলে মো. রিয়াদ হোসেন (২২)। আজ শুক্রবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. শুভ ইসলাম (২০) নামের এক যুবক ছয় মাস ধরে কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে চার মাস ধরে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এ ঘটনায় গত সোমবার এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মো. শুভ ইসলামকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে আসামি শুভ মেয়েটির পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন।
এর জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেয়ের বাবা তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ ও তাঁর লোকজন হাঁসুয়া, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে পথরোধ করেন। এ সময় তাঁরা হাঁসুয়া দিয়ে কিশোরীর বাবার মাথায় কোপ দেন। একপর্যায়ে কিশোরীর মা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সুরুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীর বাবার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, উত্ত্যক্তের কারণে কোনো ছাত্রীর বিদ্যালয়ে আসা বন্ধ রয়েছে, এমন তথ্য জানা নেই।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে