Ajker Patrika

রাজশাহীতে ‘জনি বাহিনী’র ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৬: ৪২
রাজশাহীতে ‘জনি বাহিনী’র ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

রাজশাহীর কাটাখালী জনি বাহিনীর প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে কাটাখালীর শ্যামপুর পশ্চিমপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি সাধারণ চাকু ও তিনটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে। 

র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাহিনীর প্রধান জনি ইসলাম (২৩), কুরমান আরী (২২), মাসুম আলী (২৭), মো. সাগর (২০), টিপু সুলতান (২০), নুরমান ইসলাম (২০), সুজন আলী (৩০), আবদুল মান্নান খাঁ (২০) ও আবু হানিফ (১৯)। 

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা চাঁদাবাজি, জমিদখল ও ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এলাকায় তাঁরা ‘জনি গ্যাং’ বা ‘জনি বাহিনী’ হিসেবে পরিচিত। বাহিনীর প্রধান জনির বিরুদ্ধে অস্ত্র, মাদক, মারামারিসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা আছে। 

আরও জানানো হয়, বাহিনীর সদস্যরা একটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত