Ajker Patrika

বাড়িতে ১৩ দিন আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৫: ২২
বাড়িতে ১৩ দিন আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার শেরপুরে বাড়িতে ১৩ দিন আটক রেখে এক নারীকে (৪০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

ভুক্তভোগী নারীর বাড়ি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে। অভিযুক্ত সুমন সরকার (২৫) ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকার বাসিন্দা।

পুলিশ এই নারীর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই নারীর মোবাইলে অপরিচিত নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে সুমন নামে পরিচয় দিলে তিনি রং নম্বর বলে কেটে দেন। পরে আবার ফোন আসে। এভাবেই ওই নারীর সঙ্গে সুমনের পরিচয় ঘটে। সুমন নিজেকে অবিবাহিত বলে জানান এবং ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। গত ২৭ ফেব্রুয়ারি সুমন ওই নারীকে তাঁর বাসায় ডেকে আনেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমন তাঁকে ১৩ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, তিন বছর আগে স্বামীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়েছে। সুমন যে বিবাহিত তিনি তা জানতেন না। তাঁর বাড়িতে গিয়ে যখন জানতে পারেন তিনি বিবাহিত, তখন তিনি চলে যেতে চান। এ সময় সুমন তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি ঘরে আটকে রাখেন। এ অবস্থায় তাকে ১৩ দিন ধরে ধর্ষণ করা হয়। এরপর গত ১২ মার্চ গভীর রাতে তাঁকে একটি অটোরিকশায় করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি ওই নারী তাঁর বাড়িতে জানালে সুমন তাঁকে আবারও বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি তা না করে ওই নারীকে দেখে নেওয়ার হুমকি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে আজ রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত